কলকাতা ব্যুরো: প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। সেনা হাসপাতালে আজ সকালে এই তথ্য দিয়ে জানিয়েছে, এখনো ভেন্টিলেশনেই আছেন প্রণব।
একই কথা এদিন সকালে টুইটে জানালেন প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, তাঁর বাবার রক্তচাপ ও হৃৎস্পন্দন স্বাভাবিক রয়েছে। দিল্লির রিসার্চ অ্যান্ড রেফারেল আর্মি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে প্রণববাবুকে। ওই হাসপাতালে সোমবার তাঁর মস্তিষ্কে অপারেশন করে জমাট বাঁধা রক্ত বের করে দিয়েছিলেন চিকিৎসকরা। কিন্তু রক্তক্ষরণ পুরোপুরি বন্ধ হয়নি মস্তিষ্কে।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কয়েক বছর আগে হৃদযন্ত্রে ব্লকেজ ধরার পর থেকে প্রাক্তন রাষ্ট্রপতি নিয়মিত রক্ত পাতলা করার ওষুধ খেতেন। সেই কারণে তাঁর রক্তক্ষরণ বন্ধে সমস্যা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version