কলকাতা ব্যুরো: (ছবি- সামাজিক মাধ্যম) প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যাযের মৃত্যুতে ভারত সরকার সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। কিন্তু কোথাও কোন ছুটি তাঁকে শ্রদ্ধা জানাতে ঘোষণা করা হয়নি। যদিও এ রাজ্যের সরকার তার মৃত্যুতে একদিনের ছুটি ঘোষণা করেছিল। এরইমধ্যে প্রণব মুখোপাধ্যাযয়ের মৃত্যুতে বাংলাদেশ সরকার বুধবার গোটা দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই মর্মে বাংলাদেশে গেজেট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারের তরফে।

সেখানে বলা হয়েছে, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামী বুধবার এক দিনের শোক পালন করা হবে। এই উপলক্ষ্যে আজ বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি সহ সরকারি ভবন এবং অন্যান্য জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছে।

এর আগে রবিবার বিকেলে প্রণব বাবুর মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক বার্তা পাঠান। তাঁর শোক বার্তায় বলেন, প্রণববাবুর মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশ প্রেমিক নেতাকে। আর বাংলাদেশ হারালো একজন আপনজনকে। তিনি উপমহাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।

একইসঙ্গে প্রণববাবু যে শুধু রাজনীতিক হিসেবে নয়, একজন পারিবারিক বন্ধু হিসেবে তাঁদের পাশে ছিলেন, শেখ হাসিনা উল্লেখ করেছেন তাঁর শোক বার্তায়।

Share.
Leave A Reply

Exit mobile version