কলকাতা ব্যুরো : অযোধ্যায় আজ রামমন্দির এর ভূমীপুজন। অন্যদিকে রাজ্যে লক ডাউন। লক ডাউন এর দিন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য তৎপর পুলিশ। লক ডাউন এ অপ্রয়োজ এ বাড়ি থেকে বের হলে নেওয়া হবে পুলিশি ব্যাবস্থা। এমনি খবর লালবাজার সূত্রে।
এদিকে রামমন্দির এ ভূমিপূজন কে কেন্দ্র করে শহরের বেশ কিছু জায়গায় জয়েন্ট স্ক্রিন লাগিয়ে রামমন্দির এর ভূমিপুজণ দেখানোর পরিকল্পনা করেছে বি জে পি। কিন্তু আদৌ সেই পরিকল্পনা সফল হবে কিনা টা নিয়ে যথেষ্ঠ সন্দেহ থেকে যাচ্ছে। আজ লক ডাউন এ শহর জুড়ে সক্রিয় থাকবে পুলিশ। গতকাল সে বিষয় শহরের বেশ কিছু জায়গায় মাইকিং করা হয়। পুলিশ এর থেকে মাইকিং করে লক ডাউন এ বাড়ি থাকার অনুরোধ সহ সামাজিক দুরত্ব মানা, মাস্ক এর ব্যাবহার ইত্যাদি বিষয়ে মানুষ কে সচেতন করা হয়। তবে লালবাজার সূত্রে খবর আজ নজর থাকবে স্পর্শকাতর এলাকা গুলিতে। কোনোভাবেই যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না
হয় তার জন্য বিশেষ নির্দেশ দিয়েছেন নগরপাল অনুজ শর্মা। স্পর্শকাতর এলাকাগুলিতে চলবে নাকা চেকিং এবং বাড়তি নজরদারি। তৈরি থাকছে QRT, HRFC ও পিসির van।

Share.
Leave A Reply

Exit mobile version