কলকাতা ব্যুরো: কত পুজো হবে তা নিয়ে এখনো সংশয় থাকলেও, এবার দুর্গাপুজোর তৃতীয়া থেকেই রাস্তায় পুলিশি নিরাপত্তা শুরু করবে লালবাজার। প্রাথমিকভাবে এই চিন্তা ভাবনা করেছেন কলকাতা পুলিশের কর্তারা। আপাতত আট হাজার পুলিশকর্মী রাস্তায় দুপুর থেকে নামানো হবে প্রথম দিন। পরের দিন থেকে সেই সংখ্যা সামান্য হলেও বাড়তে পারে বলে লালবাজার সূত্রের খবর।

এবারে পুজো সংখ্যা কম হলেও পুলিশ কমানোর কোন পরিকল্পনা নেই লালবাজারের। প্রায় আড়াই হাজার বারোয়ারি পুজো কলকাতা পুলিশের এলাকায় হয়। এবার অনলাইনে পুজোর অনুমতির জন্য সেভাবে সাড়া পাওয়া যায়নি এখনও। যদিও পুলিশ কর্তারা মনে করছেন, এক সপ্তাহ গেলে অনুমতি চাওয়ার সংখ্যা বেড়ে যাবে।
এতদিন পর পুজোর বাজারে কিছুটা হলেও ভিড় বাড়তে শুরু করেছে। গড়িয়াহাট থেকে নিউমার্কেট হয়ে হাতিবাগানে- ভিড় দেখে কিছুটা আশ্বস্ত ব্যবসায়ী সংগঠনগুলি।

যদিও তাদের হিসেব, অন্যান্যবারের তুলনায় ভিড় হচ্ছে ৫০ শতাংশের মতো। যদিও এবার তার থেকে বেশি ভিড় হবে বলেও মনে করছেন না ব্যবসায়ীরা। পুজোর চার দিন এবার মণ্ডপে অনেকটাই কম ভিড় হবে বলে মনে করছেন পুলিশকর্তারা। কেননা এখনো রাজ্যে করোনা আবহ বর্তমান। এরইমধ্যে কেরালার ওনাম উৎসব এর পর যেভাবে সেখানে সংক্রমণ বেড়েছে একটা উদাহরণ হিসেবে উঠে এসেছে। এই অবস্থায় বেশি মানুষ এক জায়গায় ভিড় করলে যে সংক্রমণ বাড়তে পারে, সেই আতঙ্ক তৈরি হয়েছে মানুষের একাংশের মধ্যে।

Share.
Leave A Reply

Exit mobile version