কলকাতা ব্যুরো: আজ বিকেল তিনটায় রেলমন্ত্রী পীযূষ গোয়েল ভার্চুয়াল মাধ্যমে ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন। দমদম থেকে টালিগঞ্জ ভূগর্ভস্থ মেট্রো মেট্রো স্থাপনের ২৬ বছর পর ফের ফুলবাগানে প্রথম ভূগর্ভস্থ স্টেশন উদ্বোধন হচ্ছে। সোমবার থেকে এই স্টেশন জনগণের চলাচলের জন্য।
ইস্ট -ওয়েস্ট মেট্রোর প্রথম ট্রেন চলাচল শুরু হয়েছিল এ বছর ১৩ ফেব্রুয়ারি, সল্টলেক সেক্টর ফাইভ থেকে যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম। সেই পথেই সংযোজন ফুলবাগান স্টেশনের। আগামীতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সাড়ে ১৬ কিলোমিটার রেলপথের হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চলাচল করবে বারোটি স্টেশনের মধ্যে। আপাতত ৪৮ টি ট্রেন চলছে এই রেল পথে।

Share.
Leave A Reply

Exit mobile version