কলকাতা ব্যুরো: আধুনিক নাট্যশিল্পের জনক পিটার ব্রুক প্রয়াত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। প্যারিসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটিশ নাট্য পরিচালক।

৯ ঘণ্টার নাটক! গোটা বিশ্ব চমকে উঠেছিল এই খবরে। তাও আবার মহাভারতের মতো কাহিনিকে মঞ্চে তুলে ধরা, অসম্ভবই মনে করেছিলেন অনেকে। কিন্তু, তিনি সেটাকেই সম্ভব করে দেখিয়েছিলেন ১৯৮৫ সালে কারণ তাঁর নাম পিটার ব্রুক।কিংবদন্তি নাট্য পরিচালকের এই নাটক সেই আমলে যথেষ্ট বিতর্ক কুড়িয়েছিল, বিশেষত ভীম চরিত্রে এক কৃষ্ণাঙ্গকে দিয়ে অভিনয় করানোকে কেন্দ্র করে। ১৬টি দেশের মোট ২১ জন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে এই মহাকাব্যিক নাটক মঞ্চস্থ করেন তিনি। ভারতীয় নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই দ্রৌপদী চরিত্রে অভিনয় করেন। প্রায় এক দশক সময় লেগেছিল এই নাটক প্রযোজনার জন্য।

একবিংশ শতকের নাট্যশিল্পকে নতুন আঙ্গিকে গড়ে তুলেছিলেন ব্রুক। অতীতের যাবতীয় নিয়মকানুনকে ঠেলে সরিয়ে, নাট্যরূপ, মঞ্চসজ্জা এবং উপস্থাপনা-অভিনয়ের ধারাকে ভেঙে এক নতুন নাট্যকলার জন্ম দিয়েছিলেন ব্রুক। ২০২১ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মান দেয়। এছাড়াও সম্মানীয় টনি পুরস্কারও পেয়েছেন তিনি। ব্রুকের জন্ম ১৯২৫ সালের ২১ মার্চ, লন্ডনে। তাঁর মা ছিলেন বিজ্ঞানী এবং বাবা ছিলেন একটি কোম্পানির ডিরেক্টর। ব্রুক ১৬ বছর বয়সে স্কুল ছাড়েন।কাজ শুরু করেন একটি ফিল্ম স্টুডিওতে। অক্সফোর্ডে তিনি ইংরেজি এবং বিদেশি ভাষার উপর পড়াশোনা করেন। ১৯৪৫ সালে শেক্সপিয়রের নাটক দিয়ে তাঁর নাট্যযাত্রার শুরু হয়।

এরপর জঁ পল সার্তের আভাঁ গার্দে করেন। লন্ডনের রয়্যাল অপেরা হাউস, রয়্যাল শেক্সপিয়র কোম্পানির মতো বিখ্যাত প্রযোজনা সংস্থায় কাজ করেছেন ব্রুক। শেক্সপিয়রের বিখ্যাত নাটকগুলি তাঁর নয়া আঙ্গিকের পরিবেশনায় অন্য মাত্রা পায়। তাঁর মিড সামার নাইটস ড্রিমের আদলে কলকাতায় উৎপল দত্ত চৈতালি রাতের স্বপ্ন নাটকটি করেন।

১৯৫১ সালে নাতাশা প্যারি নামে এক সহ অভিনেত্রীকে বিয়ে করেন পিটার ব্রুক। ২০১৫ সালে নাতাশার মৃত্যু হয়। তাঁদের দুই সন্তান ইরিনা এবং সিমন দুজনেই নাট্য পরিচালক। সাত দশকের কর্মজীবনে ১৯৭০ সাল থেকে তিনি লন্ডন ছেড়ে পাকাপাকিভাবে প্যারিসে বসবাস শুরু করেন। সেখানেই তাঁর জীবনাবসান হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version