শেয়ার বাজারে বিনিয়োগের জন্য যোগাযোগ
মৈনাক শর্মা
8759689108 (call and WhatsApp)

এক সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত টাকা পয়সা লেনদেনের গেটওয়ে (#PaymentGateway ) Paytm wallet এখন আর বি আই এর নজরে কারণ গ্রাহকদের তথ্য পাচার করা হয় চীনের কিছু সংস্থা কে। এমনি চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয় Paytm প্রধান বিজয় শেখর শর্মা র বিরুদ্ধে।

সম্প্রতি ব্লুমবার্গের একটি প্রতিবেদনের দাবি করা হয়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( #RBI ) পাঠানো তার চিঠিতে চীনা সংস্থার কাছে গ্রাহকদের তথ্য ফাঁসের কারণে নতুন গ্রাহকদের অনবোর্ডিং থেকে নিষেধ করেছে। যার ফলে আবারও নীচে নেমে আসে Paytm বাজার দর।

রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে যে paytm কোম্পানির সার্ভারগুলি চিনা সংস্থাগুলির সাথে তথ্য ভাগ করছে। যার অধকাংশই পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে পরোক্ষভাবে অংশীদারিত্বের মালিক,” ।

তবে এই খবর প্রকাশ হতেই সামনে এসে নিজের কথা বলেন সি ই ও বিজয় শেখর শর্মা। বিজয় শেখরের মতে এই অভিযোগ একেবারে মিথ্যা। প্রতিবেদনটি বাস্তব সম্মত ভাবে সম্পূর্ণ ভুল। এটা অনুমান করা মিথ্যা যে paytm পেমেন্ট ব্যাংক চীনা বা অন্য কোনো বিদেশী সত্ত্বার সাথে কোনো তথ্য ভাগ করছে।

CNBC তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আরবিআই তরফে নতুন গ্রাহকদের অনবোর্ডিং নিয়ে নিষেধের নির্দেশ আসলেও তবে তার কারণ বিদেশী সংস্থার কাছে কোনও কথিত ডেটা ফাঁসের কথা উল্লেখ করেনি। “আরবিআই তার চিঠিতে ভারতের বাইরের কোনও সংস্থার কাছে ডেটা ফাঁসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেনি…আমাদের ভারতের বাইরে এমন কোনও সার্ভার নেই, এবং কোনও বিদেশী নাগরিকের আমাদের সার্ভারগুলিতে কোনও অ্যাক্সেস নেই।

প্রসঙ্গত উল্লেখ্য Paytm এর ৫১ শতাংশ মালিকত্ত রয়েছে বিজয় শেখর শর্মা র কাছে বাকী ৪৯ শতাংশ রয়েছে চিনি সংস্থার কাছে। চীনের ই-কমার্স প্রধান আলিবাবা গ্রুপ এবং এর সহযোগী, জ্যাক মা’স এন্ট গ্রুপ, Paytm-এ শেয়ারের মালিক।

Share.
Leave A Reply

Exit mobile version