কলকাতা ব্যুরো: আইপিএলের শেষপর্বে এসে আরও চাপে পড়ে গেলো কলকাতা নাইট রাইডার্স। চোটের কারনে ছিটকে গেলেন নাইটদের অন্যতম ভরসাযোগ্য তারকা প্যাট কামিন্স। এই মরশুমে আর কোনও ম্যাচে দেখতে পাওয়া যাবে না অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ককে। নিতম্বে চোট পেয়েছেন তিনি। কেকেআর সূত্রের খবর, নাইট শিবির ছেড়ে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন কামিন্স।

আইপিএলের চলতি মরশুমে একেবারেই প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি নাইটরা। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে কেকেআর এখন পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে। প্লে-অফে যাওয়ার আশা ক্ষীণ হলেও এখন রয়েছে। নিজেদের শেষ দু’ম্যাচে বড় ব্যাবধানে জিতলে এবং সেই সঙ্গে অন্য কয়েকটি ম্যাচের ফলাফল অনুকুলে গেলে কেকেআর নক-আউটে গেলেও যেতে পারে। সুতরাং শেষ দুই ম্যাচের আগে এভাবে কামিন্সের ছিটকে যাওয়াটা বড়সড় ধাক্কা নাইটদের জন্য।

চলতি মরশুমে কেকেআরের হয়ে মোট পাঁচটি ম্যাচ খেলেছেন কামিন্স। বল হাতে নিজের সেরা ছন্দে হয়তো তাঁকে দেখা যায়নি। কিন্তু তা সত্ত্বেও এই পাঁচটি ম্যাচের মধ্যে দু’টিতে নাইটদের জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। চলতি মরশুমের ৫ ম্যাচে তিনি দখল করেছেন ৭টি উইকেট। এর মধ্যে নাইটদের আগের ম্যাচেই মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের গতি বদলে দেন তিনি।

শুধু তাই নয়, ব্যাট হাতেও মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৪ বলে ৫০ রান করে চমক দিয়েছিলেন তিনি। কামিন্সের পরিবর্ত হিসাবে এখনও কারও নাম ঘোষণা করেনি নাইটরা। শেষ দুই ম্যাচের জন্য কাকে পরিবর্ত হিসাবে আনা হবে কিনা সেটাও স্পষ্ট নয়। যদি পরিবর্ত হিসাবে কাউকে সই না করানো হয়, তাহলে কেকেআরের পেস বিভাগে ফের সমস্যা তৈরি হয়ে যাবে কারণ পেস বিভাগের অন্যতম ভরসা উমেশ যাদবও চোটের জন্য শেষ দু’ম্যাচে খেলতে পারেননি। এবার কামিন্সও না থাকলে শেষ দু’ম্যাচে প্রথম একাদশে কাকে খেলানো হবে, সেটাই চিন্তার বিষয় হতে চলেছে কেকেআরের কাছে।

অন্যদিকে পৃথ্বী শয়ের অসুস্থতা ঘিরেও তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রথমে ভাবা হয়েছিল করোনা আক্রান্ত দিল্লি ক্যাপিটালসের ব্যাটার। পরে মনে করা হয় টাইফয়েড হয়েছে পৃথ্বীর। কিন্তু তাও নয়। তবে তাঁর ঠিক কী হয়েছে খতিয়ে দেখছেন চিকিৎসকরা। জানা যাচ্ছে জ্বর কমছে না পৃথ্বীর। আর সেই অসুস্থতার জন্যই এ বারের আইপিএলে আর খেলতে পারবেন না পৃথ্বী। দিল্লি ক্যাপিটালসের ওপেনিং ব্যাটারের ছিটকে যাওয়ার কথা জানিয়েছেন দলের সহকারী কোচ শেন ওয়াটসন।

Share.
Leave A Reply

Exit mobile version