কলকাতা ব্যুরো : করোনার মধ্যে স্কুল বন্ধ আছে। অনেকদিন আগেই কোট নির্দেশ দিয়েছিল বেসরকারি স্কুল গুলির ফি কাঠামো পুনর্গঠন-এর। কিন্তু সে নির্দেশ সঠিকভাবে মানা হচ্ছে না এই অভিযোগ করেই এবার স্কুলের অভিভাবকরা স্মারকলিপি দিতে চলেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অভিভাবকদের সংগঠন ইউনাইটেড গার্জেন অ্যাসোসিয়েশন জানিয়েছে ২৭ শে নভেম্বর শিক্ষামন্ত্রীর কাছে তারা স্মার্ট লিপি জমা দেবেন। সরকারের হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন অভিভাবকরা।

করোনার মধ্যেও বেসরকারি স্কুল গুলি এমন পরিষেবা নিয়ে বাবদ ফি নিয়ে যাচ্ছে যা পড়ুয়ারা পাচ্ছে না। এই অভিযোগে মামলা করেছিলেন অভিভাবকরা। ১৩ ই অক্টোবর বেসরকারি স্কুলের ফি কাঠামো কি হবে সেই সংক্রান্ত রায় দিয়েছে হাইকোর্ট। অভিভাবকদের অভিযোগ সেই রায় বেসরকারি স্কুল গুলি মানছেনা। হাইকোর্টের নির্দেশ ছিল নন এসেনশিয়াল ফি স্কুলগুলি নিতে পারবেনা। কিন্তু এসেনশিয়াল ফির নাম করে নন এসেনশিয়াল ফি নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন অভিভাবকদের সংগঠন। কুড়ি শতাংশ ফি ছাড় পাওয়ার কথা ছিল পড়ুয়াদের। কিন্তু স্কুলগুলি অভিভাবকদের স্কুল কর্তৃপক্ষকে চিঠি লিখতে বলছেন সেই ফি ছাড় পাবার জন্য।

এমনকি সেটা কবের মধ্যে দিতে হবে তার সময় বেঁধে দেওয়া হচ্ছে। অভিভাবকদের সংগঠনের বক্তব্য করণা পরিস্থিতিতে অনেক অভিভাবকই চাকরি হারিয়েছেন। অনেকেই বেতন পাচ্ছেন না। এই অবস্থায় পড়ুয়াদের স্বার্থ মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা উচিত। কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা বিবেচনা করছেন না।

যদিও বেসরকারি স্কুল গুলি বিশেষত আইসিএসসি এবং সিবিএসই অনুমোদিত বেসরকারি স্কুল একটি নতুন সংগঠন তৈরি করেছে। তাদের দাবি সমস্ত হাইকোর্টের নির্দেশ মেনে চলা হচ্ছে। তারা আবার দাবি করে বসেছেন স্কুলের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে পড়ছে। স্কুল পরিচালনার ক্ষেত্রে এবং শিক্ষকদের বেতন দিতে সমস্যা দেখা দিচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version