কলকাতা ব্যুরো: জেলেই ফিরলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার অসুস্থতার কথা জানিয়ে জামিনের আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী কিন্তু সেই আবেদন খারিজ করে দিল আদালত। বৃহস্পতিবার পার্থ ও অর্পিতা দুজনেরই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল ইডির বিশেষ আদালত। তবে এ দিন জামিনের কোনও আবেদনই করেননি অর্পিতার আইনজীবী। এদিন আদালতে ইডির তরফে বেশ কিছু তথ্য প্রমাণ পেশ করা হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এলআইসি থেকে শুরু করে শেল কোম্পানি সহ বিভিন্ন তথ্য পেশ করা হয়। পাশাপাশি জেলে গিয়ে জেরার করার যে আবেদন ইডি জানিয়েছিল তাও এদিন মঞ্জুর করে ইডির বিশেষ আদালত।

তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানিয়েছেন, পার্থর হিমোগ্লোবিন কমে দাঁড়িয়েছে ৮.৩। বেড়ে গিয়েছে ক্রিয়েটিনিনও। এই অবস্থায় তাঁকে জামিন দেওয়ার আর্জি জানান আইনজীবী। কিন্তু ইডির আইনজীবী উল্লেখ করেন, কো মর্বিডিটি থাকলেও অসুস্থতা এতটাও নয়, যার জন্য জামিন মঞ্জুর করতে হবে। এদিন এইমসের রিপোর্টের কথাও উল্লেখ করেন ইডির আইনজীবী।

এছাড়া পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে থাকা ট্রাস্টের খোঁজ পেয়েছে বলেওঁ এদিন আদালতে উল্লেখ করেছে ইডি। ইডির দাবি, বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলের নামে টাকা নয়ছয় করা হয়েছে। তবে দু পক্ষের সওয়াল জবাবের পর জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Share.
Leave A Reply

Exit mobile version