কলকাতা ব্যুরো: এসএসসি কেলেঙ্কারিতে সিবিআইয়ের জেরা ও মেয়ের চাকরি খোয়ানো। একের পর এক ঘটনায় জেরবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী অবশেষে বাড়ি ফিরলেন। মঙ্গলবার দুপুরে কোচবিহারের হলদিবাড়িতে ফিরেই রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি।

জানা গিয়েছে, এদিন সকালে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নেমে নিজ নির্বাচন ক্ষেত্রের অন্তর্গত হলদিবাড়িতে চলে আসেন। সেখানে প্রথমে ব্লক তৃণমূল কার্যালয়ে গিয়ে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলার পর মানত থাকায় হলদিবাড়ি শহরের দুর্গামণ্ডপের রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন তিনি। তারপর সেখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী। তবে এদিন মেয়ের চাকরিতে নিয়োগের প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিষয়টি আদালতে বিচারাধীন বলে তা এড়িয়ে যান মন্ত্রী।

প্রসঙ্গত, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর স্কুলে শিক্ষিকা হিসাবে নিয়োগে দুর্নীতি হয়েছে এই রায়ে মন্ত্রী কন্যাকে চাকরি ছেড়ে দেওয়া ও এতদিনের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই ঘটনায় সিবিআই আধিকারিকরা একাধিকবার শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করেন। টানা কয়েকদিনের জেরার পর মঙ্গলবার তিনি হলদিবাড়িতে ফিরে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দেন।

তবে পরেশকে ঘিরে কর্মীদের একাংশের মধ্যে নানা দোলাচল, দ্বিধা তৈরি হয়েছে। সেটা আঁচ করেই তাঁদের জন্য ভোকাল টনিক দেন পোড় খাওয়া বাম নেতা পরেশ অধিকারী। সূত্রের খবর, তিনি কর্মীদের জানিয়েছেন, কোনও চিন্তা নেই। আমি আবার আগের মতো সব জায়গায় যাব। তবে পরেশকে ঘিরে অবশ্য এখনও কিছুটা দ্বিধায় রয়েছেন জেলা নেতৃত্ব। সিবিআই জেরার পরে তাঁর সঙ্গে কতটা ঘনিষ্ঠতা রাখা যাবে, কতটা দূরত্ব রাখা সমীচিন তা মেপে দেখছেন অনেকেই। 

Share.
Leave A Reply

Exit mobile version