মৈনাক শর্মা

প্যালেস্টাইনে ইসরায়েলের সেনা অভিযানে নিন্দায় সরব হয় আরব তুর্কী সহ দেশ গুলী। তবে ইসরায়েলের নিন্দার তালিকার প্রথম সারিতেই রয়েছে পাকিস্থান। বিভিন্ন স্থানে হয়েছে ইসরায়েলের বিরুদ্ধ সমাবেশ। কিন্তূ বেলুচিস্তানের চেম্মন এলাকাতে ইসরায়েল বিরুদ্ধ জনসভায় হল বিস্ফোরণ। আপাতত প্রাণ হারিয়েছেন সাত জন। বোমা বিস্ফোরণে আহত ১৪ জন।

পাকিস্থানে এই হামলার ঘটনার ফলে বিস্মিত গোটা দুনিয়া। কারণ ভারত থেকে বিভাজিত হওয়ার পরই প্রধনমন্ত্রী জিন্নার নেতৃত্বে ইসরায়েলের জেরুজালেম দখল করা নীতির বিরুদ্ধে কথা বলে ইসলামাবাদ। এমনকি ইসরায়েলকে দেশ হিসাবেও স্বীকৃতি দেয়নি পাক সরকার। বর্তমানেও পাকিস্থানি পাসপোর্ট থেকে বাদ পড়েছে ইসরায়েল। চলে আসা প্রথা মতো এই হামলায় দায় ভার নিতে এখনো সামনে আসেনি কোনো জঙ্গি সংগঠন। কিন্তু বরাবর ইসলাম গোষ্টীর লড়াইতে সামিল হওয়া পাকিস্থনের এইরম হামলা আশ্চর্য্য ঘটনা।

তবে এই বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলের দিকেই আগুল তুলছে পাক সংবাদ মাধ্যম। এর আগেও ঠিক একই রকম বিস্ফোরণের ঘটনা ঘটে ইরানের বেলুচিস্তানে। একই ভাবে ইরানের নিউক্লিয়ার বিজ্ঞানীদের মারত ইসরায়েল। কিন্তু অস্থির বেলুচিস্তানে এর আগেও বহুবার শিকার হতে হয় বোমা বিস্ফোরণের। কিছু দিন আগেই কোয়েটা এলাকার বোমা বিস্ফোরণের ঘটনায় ভারতের নাম জড়ায় ইমরান খানের সরকার। তবে এইবারের ঘটনায় এখনও পোষ্ট প্রতিক্রিয়া আসেনি পাক তরফে।

Share.
Leave A Reply

Exit mobile version