কলকাতা ব্যুরো: করোনা আর লক ডাউনে কর্মক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্রে বিরাট এক প্রভাব পড়েছে। অনলাইন শিক্ষায় এখন অভ্যস্ত করছে পড়ুয়া থেকে শিক্ষকরা।বাস্তব উপলব্ধি করে এবার সে পথেই হাঁটার ভাবনা চীনা করছে বিশ্বভারতীও। বিশ্বভারতীতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে ভিডিও কলের মাধ্যমে পরীক্ষা নেওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে কর্তৃপক্ষ। বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবত্তী এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। লকডাউনের জেড়ে আটকে থাকা মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের জন্য ইতিমধ্যে স্কুলস্তরে ভিডিও কলের মাধ্যমে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে। ফলে অন্যান্য পরীক্ষাও সে ভাবেই না নিলে পড়ুয়ারা পিছিয়ে পড়বে বলে মনে করছেন শিক্ষকরা।

Share.
Leave A Reply

Exit mobile version