কলকাতা ব্যুরো: সাময়িকভাবে স্বস্তি মিললেও, ফের পতন টাকার দামে। সোমবার বাজার খুলতেই ডলার প্রতি রুপির দাম ৮০ টাকায় নেমে আসে। বিশ্ব বাজারে আর্থিক মন্দার কালো ছায়ার মাঝে টাকার দামে ফের পতন হওয়ায় চিন্তিত অর্থনীতি বিশেষজ্ঞরা।

এদিন সকাল সাড়ে ৯টায় প্রতি মার্কিন ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ৮০ টাকা ৩ পয়সায় নেমে দাঁড়ায়, যা আগেরদিনের তুলনায় ০.২৫ শতাংশ কম। গত সপ্তাহে বাজার খোলার সময়ে ডলার প্রতি রুপির দাম ৮০.০৭ টাকা ছিল। বাজার বন্ধের সময়ে তা সর্বনিম্ন রের্কড গড়ে ৮০.১৩ টাকায় পৌঁছয়।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, বিশ্ব বাজারে ডলারের দাম বাড়ায়, পতন হয়েছে ভারতীয় মুদ্রার দরে। সোমবার সকালে ডলার প্রতি রুপির মূল্য ৩১ পয়সা কমায়, বর্তমানে ডলারের দাম ৮০ টাকা ১৫ পয়সায় পৌঁছেছে। বিশ্ব বাজারে আর্থিক মন্দা মোকাবিলায় মার্কিন ব্যাঙ্কগুলি ডলারের দাম বাড়ানোয় এবং ক্রুড তেলের দাম বাড়ার কারণেই ডলার প্রতি টাকার দামে ফের পতন শুরু হয়েছে।

জানা গিয়েছে, গত মাস থেকে বিশ্ব বাজারে আর্থিক মন্দা শুরু হওয়ায় ব্যাপক প্রভাব পড়েছে আমেরিকা,ইউরোপ সহ একাধিক দেশে। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করে ২ শতাংশে আনতেই ডলারের দাম বাড়িয়েছে আমেরিকার ফেডারেল ব্যাঙ্ক। এই কারণেই ভারতীয় মুদ্রার দামে পতন হয়েছে। ভারতীয় মুদ্রার দাম ৮০ টাকায় কমে দাঁড়ানোয় অর্থনীতিতে প্রভাব পড়তে পারে। গত মাসেও টাকার দামে পতন হয়েছিল। মার্কিন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতেই ডলারের দামে যে বৃদ্ধি হয়েছে, তার উপরে কড়া নজর রাখছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

Share.
Leave A Reply

Exit mobile version