কলকাতা ব্যুরো: কলকাতায় বাইক দুর্ঘটনায় নিয়ন্ত্রণ আনতে আবার নো হেলমেট নো ফুয়েল প্রকল্প চালু করলো কলকাতা পুলিশ। আগামী ৮ ডিসেম্বর থেকে ৫ ফেব্রুয়ারি এই প্রকল্প চালু থাকবে। মূলত বাইক দুর্ঘটনা কমাতে শহরে এই ব্যবস্থা কঠোরভাবে কার্যকর করতে চাইছে পুলিশ। এর আগে বেঙ্গালুরু, নয়ডা সহ বেশ কিছু শহরে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
শহরের বেশ কিছু এলাকায় হেলমেট পড়ার প্রবণতা খুব কম। কিন্তু সেখানে পেট্রল পাম্পে বাইকে তেল ভোটে হেলমেট ছাড়া যাওয়া আরোহী অশান্তি করে। এই অবস্থায় পেট্রোল পাম্প মালিকদের তরফেও পুলিশকে ওইসব এলাকায় পাম্প মালিকদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করার প্রস্তাব দেওয়া হয়েছে। কারণ পাম্পের কর্মীদের অভিজ্ঞতা অনুযায়ী, যারা কলকাতা শহরের মধ্যে হেলমেট ছাড়া বাইকে তেল ভর তে আসেন তাঁদের প্রায় সকলেই স্থানীয় এলাকার বাসিন্দা। ফলে স্থানীয় হিসেবে পেট্রোল পাম্পের উপর গাজোয়ারি দেখানোর প্রবল চেষ্টা হয়। যা পুলিশ না থাকলে সামাল দেওয়া সম্ভব নয়।
কলকাতা শহরে ২০১৭ থেকে ২০১৯ এর মধ্যে ৮৩ থেকে ৯৩ হাজার হয়েছে বাইকের রেজিস্ট্রেশন। ফলে রাস্তা যেহেতু বাড়ছে না, তাই বাইকের নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরী বলে মনে করছে কলকাতা পুলিশ। তারই অঙ্গ হিসেবে হেলমেট না থাকলে জ্বালানি দেওয়া হবে না এই প্রকল্প কার্যকর করেছে কলকাতা পুলিশ।

Share.
Leave A Reply

Exit mobile version