কলকাতা ব্যুরো: ইডির জেরার মধ্যেই স্বস্তি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি। কয়লা পাচার মামলায় জানিয়ে দিল শীর্ষ আদালত। যে মামলায় ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে, শুক্রবারই সেই মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে।

এদিনের শুনানিতে শীর্ষ আদালতে অভিষেকের তরফে আইনজীবীরা দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তদন্তের নামে অভিষেককে হেনস্তা করছে। অহেতুক বারবার ডাকা হচ্ছে। বিদেশে চিকিৎসার জন্য গেলেও বাধা দেওয়া হচ্ছে। অভিষেকের পক্ষের আইনজীবীদের যুক্তি শোনার পর আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।

উল্লেখ্য, গত মঙ্গলবার অভিষেককে নতুন করে ইডির সমন পাঠানোর কথা প্রকাশ্যে আসে। সেই সমন অনুযায়ী এদিন সকাল ১০ টা ৪৫ মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে যান ডায়মন্ডহারবারের সাংসদ।

Share.
Leave A Reply

Exit mobile version