কলকাতা ব্যুরোঃ আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী। আর সেই উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিল ভারত সরকার। জানা গিয়েছে, এই কমিটির শীর্ষে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে একথা জানানো হয়।

তবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন, কমিটিতে থাকবেন বিশিষ্ট ইতিহাসবিদ, লেখক, নেতাজি বিশেষজ্ঞ এবং নেতাজির পরিবারের সদস্য। ভারতে এবং ভারতের বাইরেও যেখানে যেখানে সুভাষজয়ন্তী অনুষ্ঠিত হবে সেখানেও প্রয়োজনীয় পরিকল্পনায় সহায়তা করবে এই কমিটি।

নেতাজি সংক্রান্ত অপ্রকাশিত ফাইল জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্তও নিয়েছে সরকার। উল্লেখ্য, এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সুভাষচন্দ্রকে শ্রদ্ধা জানানো হবে। যা শুরু হবে আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে।

Share.
Leave A Reply

Exit mobile version