কলকাতা ব্যুরো: ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২২ তে জ্যাভলিন থ্রোতে রুপোর পদক জিতে নিলেন। এই প্রতিযোগিতায় তিনি প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি রুপোর পদক জিতেছেন। এর আগে অঞ্জু ববি জর্জ (২০০৩) লং জাম্পে প্রথমবার পদক জিতেছিলেন, নীরজ হলেন এই প্রতিযোগিতায় দ্বিতীয় ভারতীয় পদক জয়ী ক্রীড়াবিদ।

মার্কিন মুলুকে সোনার পদক জেতা না গেলেও, রূপো জিতে নিলেন তিনি। টোকিও অলিম্পিক্স আসরে তিনি সোনা জিতেছিলেন নীরজ। শনিবার চতুর্থবারের থ্রো ৮৮.১৩ মিটার জ্যাভলিন ছুঁড়ে রূপো জিতে নিলেন। সোনা জয়ী অ্যান্ডারসন পিটার্স ৯০.২১ মিটার , রূপো জয়ী নীরজ চোপড়া ৮৮.১৩ মিটার, ব্রোঞ্জ জয়ী জাকুব ভাদলেজচ ৮৮.০৯ মিটার ছুঁড়ে খেতাব জিতলেন।

সোনা জয়ী অ্যান্ডারসন প্রথম থ্রোতে ৯০.২১ মিটার ছুঁড়ে, নীরজকে পিছনে ফেলে দেয়। তিনটি থ্রোতে নীরজ পিছিয়ে ছিল। কিন্তু ভারতীয় থ্রোয়ারটি চতুর্থ থ্রোতে স্নায়ুর চাপ ধরে রেখে সেরাটা করে নেন। পিটার্স আর নীরজের পর চেক রিপাবলিকের জাকুব ভাদলেজচ ৮৮.০৯ মিটার ছুঁড়তে পারেন। এই লড়াইয়ে আরেক ভারতীয় রোহিত যাদব শেষ করেন দশম স্থানে ( ৭৮.৭২ মিটার)।

এদিন নীরজ চোপড়া সেরা ছন্দে ছিলেন না। তাই প্রথম থ্রো ফাউল হয়ে যায়। একই অবস্থা হয় পঞ্চম থ্রোতে। কিন্তু একটি মাত্র ভালো থ্রোতে নীরজ বাজিমাত করেন।
টোকিও অলিম্পিক্স আসরে নীরজ ৮৭.৫৮ মিটার ছুঁড়ে ছিলেন কিন্তু এইবার অনেক কম দূরত্বের থ্রো করেন তিনি।

নীরজ গ্রুপ – এ কোয়ালিফাইং রাউন্ড পর্বে সেরা হন ৮৮.৩৯ মিটার জ্যাভলিন ছুঁড়ে। সেটা ছিল তাঁর তৃতীয় থ্রো। সোনা জয়ী পিটার্স এর ঠিক পরেই দ্বিতীয় স্থানে থেকে ফাইনালে উঠেছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version