কলকাতা ব্যুরো: ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই তেজস্বী যাদবের মহাজোট এগিয়ে ছিল, কিন্তু সময় এগোনোর সাথে সাথে লড়াই এর চিত্র বদলাতে থাকে।
এখন দুই প্রতিপক্ষ মহাজোট ও এনডিএ সমান সমান আসনে এগিয়ে, মসনদ দখলের লড়াই এর সুর যে সপ্তমে তা বলার অপেক্ষা রাখে না। দুই পক্ষ সমান আশাবাদী। বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী প্রায় নিশ্চিত নিতীশ কুমার আবার বিহারের মুখ্যমন্ত্রী হচ্ছে। এদিকে জেল হাসপাতালে বসেও লালু প্রসাদ এর চোখ টিভিতে আটকে, তিনি বলেন এবার তেজস্বী বিহারের বহু মানুষের আশীর্বাদ নিয়ে সরকার গঠন করছে।
এই মুহূর্তে মহাজোট ১০৫ ও এন ডি এ ১২৫ আসনে এগিয়ে রয়েছে। যদিও একেবারে প্রথম দফার এই হিসেব একটু পরেই আবার উল্টে যেতে পারে।
Previous Articleআজকের সোনা – রুপোর দর
Next Article এখনো পর্যন্ত বিহারে ট্রেন্ড বিজেপির জোটের দিকে