কলকাতা ব্যুরো: ‘মন কি বাত’ অনুষ্ঠানে ফের একবার ‘জরুরি অবস্থা’র প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায় উঠে এল প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী কিশোর কুমারের নাম! রবিবার মন কি বাত-এর ৯০তম পর্বে ফের একবার দেশবাসীকে নিজের ‘মনের কথা’ শোনালেন নরেন্দ্র মোদি। তখনই তিনি জানান, ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারি হওয়ার সময় কিশোর কুমারের মতো গুণী মানুষকেও সরকারি নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল।

এদিন তাঁর ভাষণের শুরুতেই জরুরি অবস্থার প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী। বলেন, সেটি ছিল জুন মাস, যখন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এমনকী, আমজনতার ‘বেঁচে থাকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার’ও কেড়ে নেওয়া হয়েছিল। সেই সময় ভারতের গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার একটি চেষ্টা করা হয়েছিল।

YouTube video player

এই প্রসঙ্গেই মোদির মুখে শোনা যায় কিশোর কুমারের নাম। তিনি বলেন, সরকারের প্রশংসা করতে এ দিন তাঁর ভাষণের শুরুতেই জরুরি অবস্থার প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী৷ বলেন, সেটি ছিল জুন মাস, যখন দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল এবং নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল৷ এমনকী, আমজনতার ‘বেঁচে থাকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার’ও কেড়ে নেওয়া হয়েছিল৷ সেই সময় ভারতের গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার একটি চেষ্টা করা হয়েছিল৷ হননি বলে জনপ্রিয় শিল্পী কিশোর কুমারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ জরুরি অবস্থা উঠে যাওয়ার পর সাধারণ নির্বাচনে কংগ্রেস পরাজিত হয়৷

Share.
Leave A Reply

Exit mobile version