কলকাতা ব্যুরো: দেশের অগ্রগতির ক্ষেত্রে আগামী ২৫ বছর ভীষণ গুরুত্বপূর্ণ। ২০৪৭ সালের মধ্যে শহিদদের স্বপ্নপূরণ করতে হবে। আর এই স্বপ্নপূরণের জন্য ‘পঞ্চসংকল্প’ নেওয়ার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার ৭৫ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে সেই ৫ সংকল্পের কথা উল্লেখ করলেন তিনি।
কী এই ৫ সংকল্প? এই পাঁচ সংকল্প হল-
বিকশিত ভারত
দাসত্ব থেকে মুক্তি
উত্তরাধিকার নিয়ে গর্ব
ঐক্য
নাগরিক কর্তব্য

আগামী ২৫ বছর এই পাঁচ ক্ষেত্রে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবক্ষেত্রে অগ্রগতি দরকার। স্বাধীনতার শতবর্ষপূর্তির আগেই আড়াই কোটি মানুষের ঘরে বিদ্যুত সংযোগ পৌঁছে দিতে হবে। জোর দিতে হবে টিকাকরণ, স্বচ্ছতায়ও। এদিন প্রধানমন্ত্রী জানান, সমস্ত কাজে এগিয়ে আসতে যুব সমাজকে। তাদের উপরই দেশের আগামী ২৫ বছর নির্ভর করে রয়েছে।

এদিন প্রধানমন্ত্রী দেশবাসীকে মনে করিয়ে দেন ২০০ বছর ধরে দেশের মানুষ ব্রিটিশদের গোলামি করেছে। পরাধীন থেকেছে। কিন্তু মনে সেই পরাধীনতার সামান্য রেশও রাখা যাবে না বলে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, নয়া জাতীয় শিক্ষানীতি পরাধীন মানসিকতা থেকে মুক্তি দেবে। দেশের প্রতিটি ভাষা নিয়ে গর্ব করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
পাশাপাশি নমো আরও বলেন, আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করতে হবে। তবেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাঁর কথায়, আমরা মাটির সঙ্গে সম্পর্ক তবে আকাশ ছোঁয়া সম্ভব।

বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতেই আসল শক্তি। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই মনে করেন, ভারতে এত জাতি-ধর্ম-বর্ণ রয়েছে, সেটাই হয়তো ভারতের অগ্রগতির পথে মূল বাধা। কিন্তু এটাই যে ভারতের সবচেয়ে বড় শক্তি তা বিশ্বকে বুঝিয়ে দিতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version