কলকাতা ব্যুরো: বৃষ্টির মধ্যেই দুপুর পৌনে দুটো নাগাদ ভরা কোটালের ভ্রুকুটিতে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে মুম্বাইয়ে। ফলে গত তিনদিনের বৃষ্টি ও সাইক্লোনের পরেও পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বাণিজ্য নগরীতে। টানা বৃষ্টি ও ৭০ কিলোমিটার বেগে হাওয়ার দাপট এখনো অব্যাহত।

মুম্বাইয়ের সঙ্গেই থানে, কোলাপুর, পালঘাট, রায়গরের মতো জেলার পরিস্থিতি আরো উদ্বেগজনক। দুপুরের পর ভরা কোটালে নতুন করে জলোচ্ছ্বাসে এলাকা ভাসার আশঙ্কা দেখা দিয়েছে।

গত ১২ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিতে মহারাষ্ট্রের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আজ সকালেও ভারী বৃষ্টি থামেনি। মহারাষ্ট্র জল ছাড়ায় কর্নাটকের বহু এলাকা ভাসার উপক্রম হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version