কলকাতা ব্যুরো: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর জাতীয় সড়কে তল্লাশি চালিয়ে ৬৫৮টি টিয়াপাখি উদ্ধার করলো কেন্দ্রীয় বন্যপ্রাণ অপরাধ দমন ব্যুরো (ডব্লিউসিসিবি), সিআইডি এবং রাজ্য বন দফতরের যৌথ বাহিনী। জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে একটি দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে পাখি পাচারের অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে বাসের চালক এবং তার সহকারীও রয়েছে।

ডব্লিউসিসিবি-র তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়। তাঁদের কাছে খবর ছিল, উত্তরপ্রদেশ থাকে আসা ওই বাসটিতে বেআইনি ভাবে প্রচুর টিয়া আনা হচ্ছে। বৃহস্পতিবার সকালে বাসটি ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ সীমানাবর্তী ডুবুরডিহি চেকপোস্ট পেরনোর পরেই সেটি অনুসরণ করে আটকানো হয়।

জানা গিয়েছে, উদ্ধার হওয়া টিয়াগুলির অধিকাংশই ‘রোজ রিংগড প্যারাকিট’ প্রজাতির। ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী এদের ধরা বা পোষা নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাখিগুলি বর্ধমানে নিয়ে যাওয়া হচ্ছিল। পাচারকারীদের একজন পলাতক বলেও তদন্তে জানা গিয়েছে।

দুর্গাপুরের বিভাগীয় বনাধিকারিক নীলরতন পাণ্ডা জানিয়েছেন, ধৃত চার জনকে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। এই পাখি পাচারের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version