কলকাতা ব্যুরো: বাংলা বা দেশের গণ্ডি পেরিয়ে মোহনবাগানপ্রেমীরা ছড়িয়ে আছেন বিশ্বের কোণায় কোণায়। তার প্রমাণ পাওয়া গেলো মোহনবাগান দিবস পালনে। ভারতীয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়্যারের ন্যাশডাক বিলবোর্ডে ভেসে উঠল মোহনবাগানের ছবি। পালতোলা নৌকা আর সবুজ-মেরুন রঙ ভেসে উঠল বিলবোর্ডের ডিজিটাল স্ক্রিনে। সুদূর মার্কিন মুলুকে ভারতের শতাব্দী প্রাচীন ক্লাবের গৌরবগাঁথাকে সম্মান জানানো হল অভিনব ভাবে।


রাত পোহালে মোহনবাগান কলকাতায় পালন করবে শতবর্ষ। আর সেই একই উৎসব পালন হবে সাত সমুদ্র তেরো নদীর পারে থাকা হলুদ-মেরুন সমর্থকদের উদ্যোগে। শুধু বিল বোর্ডে মোহনবাগানের নাম লিখেই ক্ষান্ত দিচ্ছেন না মোহনবাগানীরা। কলকাতায় বসে যখন টুটু বসুরা বক্তব্য রাখবেন বা সারা দিন ধরে ডিজিট্যাল মিডিয়াতে অনুষ্ঠান চলবে, সেই ছবিও তুলে ধরা হতে পারে টাইমস স্কোয়ারের ন্যাসড্যাক বিল বোর্ডে। একইসঙ্গে মোহনবাগানের জন্মের ইতিহাস থেকে উত্থানের নানা ঘটনাক্রম ছবিতে দেখানো হবে সেখানে। ফলে দলের জন্মদিন উপলক্ষে কলকাতা-নিউ ইয়র্ক আবার মাতবে একই আনন্দে।

Share.
Leave A Reply

Exit mobile version