কলকাতা ব্যুরো: ২১ জুলাই বৃষ্টি (Weather Updates) হয়নি, এমন বছর খুব কমই দেখেছে বঙ্গবাসী। এবারও তার অন্যথা হচ্ছে না। ভারী বৃষ্টি না হলেও বৃহস্পতিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Weather Updates) সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। তবে সেই বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হবে না। দশ থেকে কুড়ি মিনিটের ছোট স্পেলে বৃষ্টি হতে পারে।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির (Weather Updates) সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে ভিজতে পারে নদিয়া এবং উত্তর ২৪ পরগনা। ওই দুই জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। সে কারণেই আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির এই পূর্বাভাস। বুধবার মৌসুমী অক্ষরেখা ধানবাদ থেকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বসিরহাট হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যে কারণে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Weather Updates) পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে।

প্রসঙ্গত, ২০১৮ সালেও বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যে সভা হয়েছিল। তবে ২০১৯-এ ২১ জুলাইয়ের শেষ সভায় বৃষ্টি হয়নি। গত দু’বছর করোনার কারণে ভার্চুয়ালি সভা হয়েছে। তবে এবার ফের বড় করেই হচ্ছে তৃণমূলের শহিদ দিবস উদযাপন। তাতে বৃষ্টির ভ্রুকুটি রয়েছে। তবে বৃষ্টি নিয়ে অযথা দুশ্চিন্তা করতে নারাজ রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল নেতা-কর্মীরা।

Share.
Leave A Reply

Exit mobile version