কলকাতা ব্যুরো: অলিম্পিকসে অবশেষে সোনার খরা কাটল ভারতের ৷ সবকিছু ঠিকঠাক থাকলেও কোথাও যেন তাল কাটছিল। দোরগোড়ায় গিয়েও সোনা জয়ের স্বাদ পাচ্ছিলেন না ভারতীয় খেলোয়াড়েরা। অবশেষে তিনিই পারলেন্ন। এলেন, খেললেন এবং জিতলেনও। ২০০৮ সালের পর আবার ভারতের ঝুলিতে এলো সোনার পদক৷ এবার দেশকে এই সম্মান এনে দিলেন নীরজ চোপড়া ৷ জ্যাভলিন থ্রোয়ে তাঁর সোনা জেতার পর উচ্ছ্বসিত গোটা দেশ ৷ শ্যুটার অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত ইভেন্টে সোনা এল ভারতের ঘরে ৷ সর্বোচ্চ জ্যাভলিন ছুড়লেন ৮৭.৫৮ মিটার ৷ এই নিয়ে ভারতের ঝুলিতে এল মোট সাতটি পদক। এরমধ্যে একটা সোনা, দুটো রুপো এবং চারটে ব্রোঞ্জ পদক রয়েছে।

জাপান থেকে ভারত – দূরত্বটা নেহাত কম নয়। তবে শনিবার সন্ধ্যায় সোনার ছেলে নীরজ চোপড়ার সেই দূরত্ব মিলেমিশে একাকার হয়ে গেল। টোকিয়োর ন্যাশনাল অলিম্পিক্স স্টেডিয়ামে ভারতের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের সময় গায়ে কাঁটা দিয়ে উঠল প্রত্যেক ভারতবাসীর। 

দেখুন রোমহর্ষক সেই ভিডিও

শনিবার জ্যাভলিন থ্রোয়ে সোনা জয়ের পর নীরজ বলেন, ‘অবিশ্বাস্য লাগছে। অ্যাথলেটিক্সে এই প্রথম ভারত সোনা জিতল। তাই আমার দারুণ লাগছে। অন্যান্য খেলাধুলোয় এবার (টোকিয়োয়) একটা সোনা এসেছে।’ সঙ্গে যোগ করেন, ‘দীর্ঘদিন পর এটা অলিম্পিক্সে আমাদের প্রথম (সোনার) পদক। অ্যাথলেটিক্সে প্রথমবার আমরা সোনা জিতেছি। আমি এবং আমার দেশের জন্য গর্বের মুহূর্ত।’

দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও

নীরজের এই সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তিনি দেশের এই ‘সোনার ছেলে’কে ৬ কোটি টাকা পুরস্কার দেওয়ার পাশাপাশি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন।

শনিবার প্রথম থ্রো-তেই নিজের যোগ্যতা নির্ণয়ের রেকর্ডকে ছাপিয়ে যান নীরজ৷ ছোড়েন ৮৭.০৩ মিটার। নিজের দ্বিতীয় থ্রো-তে নীরজ ছোড়েন ৮৭.৫৮ মিটার৷ তখনই প্রায় নিশ্চিত হয়ে যায় সোনা আসছে ঘরে। ২০১৮ সালে এশিয়ান গেমসেও সোনা পান নীরজ ৷ এছাড়া বিশ্ব অ্যথলিট জুনিয়রেও সোনা জেতেন হরিয়ানার বছর তেইশের এই যুবক ৷ পাশাপাশি পাতিয়ালায় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স ৩-তে ৮৮.০৭ মিটার থ্রো করে জাতীয় রেকর্ড গড়েন নীরজ। টোকিয়ো অলিম্পিকসে জ্যাভলিন থ্রোর ফাইনালে যোগ্যতা অর্জন পর্বে সর্বাধিক ৮৬.৬৫ মিটার থ্রো করেন তিনি৷ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে কমনওয়েলথ গেমসেও সোনা জেতেন ৷

এক নজরে ফাইনালে নীরজের পারফর্ম্যান্স:-
১. প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন নীরজ।
২. দ্বিতীয় প্রচেষ্টায় নীরজ ছোঁড়েন ৮৭.৫৮ মিটার।
৩. তৃতীয় প্রচেষ্টায় ৭৬.৭৯ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোঁড়েন নীরজ।
৪. চতু্র্থ প্রচেষ্টায় ফাউল থ্রো করেন নীরজ।
৫. পঞ্চম প্রচেষ্টায় ফাউল থ্রো করেন নীরজ।
৬. ষষ্ঠ তথা শেষ প্রচেষ্টায় ৮৪.২৪ মিটার ছোঁড়েন নীরজ।

এদিন নীরজের সোনা জেতার পর উচ্ছ্বসিত গোটা দেশ ৷ তড়িঘড়ি টুইট করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ৷

রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ নীরজের সোনা প্রাপ্তির সঙ্গে সঙ্গেই টুইট করেন ৷ লেখেন, ‘‘নীরজ চোপড়ার অভূতপূর্ব জয় ! জ্যাভলিনে তোমার সোনা সব বাধা ভেঙে দিল এবং ইতিহাস তৈরি করল ৷ অলিম্পিক্স ট্র্যাক অ্যান্ড ফিল্ডে তুমি ভারতের জন্য প্রথম সোনা নিয়ে এলে ৷ তোমার সাফল্য যুব সমাজকে উদ্বুদ্ধ করবে৷ ভারতীয়রা উচ্ছ্বসিত! হৃদয়ভরা শুভেচ্ছা !’’

সোনা জয়ের সঙ্গে সঙ্গেই টুইট করে নীরজকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ তিনি লিখেছেন, ‘‘টোকিয়োতে ইতিহাস তৈরি হল !নীরজ চোপড়া যা অর্জন করল, তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ৷ তরুণ নীরজ অত্যন্ত ভাল করেছে ৷’’ নীরজের আবেগ ও ইচ্ছাশক্তিকেও কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ এই সোনা জয়ের জন্য অভিনন্দন বার্তাও দিয়েছেন ৷

টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ তিনি লিখেছেন, ‘‘ইতিহাস তৈরি হল ৷ অলিম্পিকসে সোনার পদক জেতার জন্য জ্যাভলিন থ্রোয়ে সোনা জেতার জন্য গর্বিত ৷ আজ সারা দেশ এই জয়ের আনন্দ উপভোগ করছে৷ অনেক অনেক শুভেচ্ছা তোমাকে ৷’’

এদিন নীরজের সোনা জয়ের অপেক্ষায় ছিলেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ৷ তিনি নীরজের সোনা জয়ের মুহূর্ত সরাসরি টিভিতে দেখছিলেন। সেই মুহূর্তের ভিডিয়ো পোস্ট করে ভারতের সোনার ছেলে নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগ ৷

Share.
Leave A Reply

Exit mobile version