কলকাতা ব্যুরো: সংবাদ মাধ্যমের খবর নিয়ন্ত্রণের কেন কোনো ব্যবস্থা রাজ্য সরকারের নেই তা নিয়ে প্রশ্ন তুললেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। একইসঙ্গে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে সুশান্ত সিং রাজপুতের রহস্য মৃত্যু নিয়ে খবরের ক্ষেত্রে নিজেদের নিয়ন্ত্রণ করার পরামর্শ দিলেন। প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জি এস কুলকার্নির বক্তব্য, কোনমতে তদন্তে সমস্যা না হয় সেভাবেই সংবাদমাধ্যমের খবর প্রকাশ করা উচিত।

মহারাষ্ট্রের প্রাক্তন ডিজি, মুম্বাই পুলিশের প্রাক্তন কমিশনার সহ আট অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার মুম্বাই হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। তাদের অভিযোগ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্ত নিয়ে সংবাদ পরিবেশন করতে গিয়ে মূলত বৈদুতিন সংবাদমাধ্যম নিশানা করছে মুম্বাই পুলিশকে। মুম্বাই পুলিশের হাতে তদন্ত থাকাকালীন যেসব পুলিশ অফিসার তাদের দায়িত্বে ছিলেন নাম করে, তাদের সম্পর্কে এমন মন্তব্য করা হচ্ছে যাতে তাদের ব্যক্তিগত ভাবে সমস্যা তৈরি হচ্ছে। একই সঙ্গে মিডিয়া ট্রাইয়াল করে মুম্বাই পুলিশকে কাঠগড়ায় তোলার অভিযোগ করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএসদের ওই মামলায়। এই মিডিয়ার খবরের ভিত্তিতে সাধারণ মানুষের চোখে মুম্বাই পুলিশ হেয় প্রতিপন্ন হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে ওই মামলায়।
এদিন আদালত রাজ্য সরকারের কাছে সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের কোন পরিকাঠামো না থাকা নিয়ে প্রশ্ন করে। একইসঙ্গে বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার বা নির্দেশ দেওয়ার জন্য পরিকাঠামো আছে কিনা তাও জানাতে বলা হয় রাজ্য সরকারকে। একইসঙ্গে হাইকোর্টের বক্তব্য, মিডিয়াকে খবর করার ক্ষেত্রে সতর্ক থাকার জন্য ৩ সেপ্টেম্বর নির্দেশ দেওয়া হয়েছিল। সে ব্যাপারে তাদের বক্তব্য জানানোর এদিন নির্দেশ দেয় আদালত।
এই মামলায় ইতিমধ্যেই সিবিআইকে যুক্ত করা হলেও নারকটিকস কন্ট্রোল ব্যুরো ও এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে পার্টি করা হয়নি। আদালত ওই দুই প্রতিষ্ঠানকে মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে।
এর আগে হাইকোর্টে মামলা দায়েরের পর এই সিবিআই একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দে, তারা তাদের ম তো করে তদন্ত চালাচ্ছে। বিভ্রান্তিকর খবর প্রচার করে তদন্তে বিঘ্ন না ঘটে না দেখার জন্য সতর্ক করা হই মিডিয়াকে।
এদিন আদালত রাজ্য সরকার সহ সব মামলার অংশীদারকে তাদের বক্তব্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছে। এই মামলায় ইতিমধ্যে ত্রিশটি সংবাদমাধ্যমকে যুক্ত করা হয়েছে। তাদের বক্তব্য জানাতে হবে ওই দিনের মধ্যেই। আগামী ৮ অক্টোবর মামলার পরবর্তী শুনানি হবে।

Share.
Leave A Reply

Exit mobile version