কলকাতা ব্যুরো: লাল কালিতে লেখা একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার পুরুলিয়ার মানবাজারে। পোস্টারে মানবাজার-১ ব্লকের বিডিওকে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার সকালে মানবাজার-বান্দোয়ান এবং মানবাজার-বরাবাজার রাজ্য সড়ক লাগোয়া একাধিক এলাকায় এই পোস্টার দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা মানবাজার থানায় খবর দেয়।

পুলিস এসে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। মানবাজার থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। মানবাজার-১ ব্লকের বিডিও মনোজকুমার পাহাড়ি জানান, পুলিস বিষয়টি তদন্ত করছে। তবে প্রাথমিক ভাবে পুলিস মনে করছ, এই পোস্টারগুলির মাওবাদীদের কোনও সম্পর্ক নেই। কেউ বা কারা আতঙ্ক ছড়াবার জন্য পরিকল্পনা করেই পোস্টার সাঁটিয়েছে।

৮ এপ্রিল মাওবাদীদের ডাকা বনধে ব্যাপক সাড়া পড়েছিল জঙ্গলমহলে। তার কয়েক দিনের মধ্যেই জঙ্গলমহলে বড়সড় মাওবাদী হামলার আশঙ্কা প্রকাশ করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এর পর থেকেই জঙ্গলমহলের জেলাগুলিতে প্রায় প্রতি সপ্তাহেই মাওবাদী পোস্টার উদ্ধার হচ্ছে। যদিও অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, পোস্টারের সঙ্গে মাওবাদীদের কোনও যোগ নেই।

Share.
Leave A Reply

Exit mobile version