কলকাতা ব্যুরো: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই। কিন্তু তাঁকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্তকারী সংস্থার দাবি, কলকাতার ফ্ল্যাট, গ্রামের বাড়ি কোথাও নেই মানিক। এমনকি তাঁর ফোনও বন্ধ! ইতিমধ্যে তাঁর খোঁজ পেতে লুকআউট নোটিসও জারি হয়। নিরাপত্তা প্রত্যাহার করে রাজ্য। এবার নিজের বাড়ির বারান্দায় হাজির হতে দেখা গেল মানিক ভট্টাচার্যকে। এদিন বাড়ির বারান্দা থেকেই বললেন, তদন্তে কোনও অসহযোগিতা করিনি।

গত কয়েকদিন ধরেই প্রাক্তন শিক্ষাকর্তা তথা তৃণমূল বিধায়ককে ঘিরে জল্পনা তুঙ্গে। তদন্তকারী সংস্থার ডাকে তিনি সাড়া দিচ্ছেন না বলেই দাবি সিবিআই-এর। তাঁকে পাওয়া না গেলে কী করা হবে, তা জানতে হাইকোর্টে গিয়ে আইনজীবীদের পরামর্শও নিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। এরপর জারি হয় লুকআউট নোটিস, বিমানবন্দর সহ একাধিক জায়গায় সেঁটে দেওয় হয় মানিকের ছবি। তিনি যাতে কোথাও পালাতে না পারেন, তার জন্য সবরকম ব্যবস্থা নেয় সিবিআই।

এ সবের মধ্যেও সংবাদমাধ্যমের কাছে বারবার ধরা দিচ্ছেন তিনি। যাদবপুরের সেন্ট্রাল রোডে মানিকের যে ফ্ল্যাট রয়েছে, তারই বারান্দায় প্রাক্তন শিক্ষাকর্তার দেখা মিলল শনিবার সকালে।

আগেও সংবাদমাধ্যমের কাছে মানিক ভট্টাচার্য বারবার দাবি করেছেন, তিনি কোথাও পালাননি। তদন্তেও সবরকমের সহযোগিতা করছেন। এ দিন সকালেও বাড়ির বারান্দা থেকে একই দাবি করলেন তিনি।

সকাল ৯ টা ২০ মিনিট নাগাদ আচমকাই বেরিয়ে আসেন তিনি। বারান্দায় বেরিয়ে এসে তিনি দাবি করেন, বাড়িতে আছেন, এ কথা প্রমাণ করার জন্যই এ ভাবে বেরিয়ে এসেছেন তিনি। তিনি বলেন, আমি বাড়িতেই আছি। ছবিতে দেখে নিয়েছেন, এবার নিশ্চিত হলেন তো? তবে আদালতের বিচারাধীন বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। শুধু বলেন, দয়া করে আমাদের সাধারণ জীবন যাপন করতে দিন। এদিন হাত জোড় করে এ কথা বলেই ঘরের ভিতরে চলে যান তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version