কলকাতা ব্যুরো: করোনা মহামারীতে লকডাউন এর ফাঁদে আটকে সাত মাস কোথাও বেড়ানো হয়নি। মনটা চাইছে একটু বেরিয়ে পড়তে। সামনেই শীত আসছে। আর এই শীতের শুরুতে দীঘা, পুরী না গিয়ে এক নতুন ঠিকানায় যাওয়ার সুযোগ করে দিচ্ছে উড়িশ্যা সরকার। এই প্রথম পর্যটন বিভাগ ভিতরকর্নিকা জাতীয় উদ্যানে আয়োজন করছে তিন মাসের জন্য ইকো ফেষ্টিভেল। দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যে তাবুতে থাকা আর প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ানোর সুযোগ করে দিচ্ছে উড়িষ্যা প্রশাসন।
আগামী ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি ভিতর কর্ণিকা য় তিন মাসের জন্য এই নতুন ভাবে বেড়ানোর স্পট তৈরি করেছে সেখানকার পর্যটন দপ্তর।

কেন্দ্রপাড়া জেলার মধ্যে থাকা এই অরন্যের মধ্যে বৈতরণী নদীর পাড়ে নলিতাপাতিয়া গ্রামে তৈরি হচ্ছে ১৫ টি লাক্সারি টেন্ট। সেখানে জল, বিদ্যুৎ সহ পর্যটক এর আধুনিক প্রয়োজনীয় সব রকম সরঞ্জাম থাকছে। থাকছে গাড়ি রাখার ব্যবস্থাও।

কি কি থাকবে সেই উৎসবে?

থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, ট্রেনিংয়ের ব্যবস্থা। একইসঙ্গে কাছেই পেনথা বিচে নিজের মতো করে ঘুরে বেড়ানো আর সময় কাটানোর ব্যবস্থা তো থাকছেই। ভিতর কর্ণীকা বিভিন্ন জীব জন্তুর নিরাপদ ভূমি। হরিণ, কুমির, পাইথন তো রয়েছেই। সবচেয়ে বড় কথা, এই জাতীয় উদ্যান পরিযায়ী পাখিদের নিজস্ব ক্ষেত্র। একেবারে জঙ্গলের মধ্যে পাখিদের ডাক শোনা আর তাদের দেখার জন্য চলে যাওয়া যায় ভিতরকণিকা।

অভিনব শীত উৎসব। যেহেতু জঙ্গলের মধ্যে থাকার ব্যবস্থা। তাই সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হবে না, প্রকৃতিকে তার মত থাকতে দেওয়ার জন্য। এই অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছে ললিতা পাটিয়া গ্রাম। জঙ্গলের গায়ে এই গ্রামেই হবে নানা উৎসব। পর্যটকদের আরও বেশি করে কাছে টানতে তৈরি হচ্ছে কটেজ হাভেলি কোঠি, গুপ্তি ও ডানা ধামাল এলাকায়।

আর কয়েকদিন পর থেকেই অনলাইনে এই পর্যটন কেন্দ্রে থাকার জন্য বুকিং শুরু করবে পর্যটন বিভাগ। ফলে আর দেরি না করে এবার শীতে শহরে করোনা ভয় থেকে মুক্তি পেতে ছুট দিতেই পারেন একেবারে ম্যানগ্রোভ এর জঙ্গলে।

Share.
Leave A Reply

Exit mobile version