কলকাতা ব্যুরো : প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের ভিডিও কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে রাজ্যের পাওনা ৫৩ হাজার কোটি টাকা মিটিয়ে দিতে বলেন। তিনি জানান, এপ্রিল থেকে মে পর্যন্ত জিএসটি বাবদ রাজ্যের পাওনা ৪ হাজার ২৩৫ কোটি টাকা। এছাড়াও আম্ফানের জন্য রাজ্য ৫ হাজার কোটি টাকা চাইলেও , কেন্দ্র মাত্র ১ হাজার কোটি দিয়েছে। কোভিড-১৯ এর জন্য আলাদা তহবিল গড়ারও দাবি করেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, সম্প্রতি ইউজিসি কলেজ বিশ্ববিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা নেবার যে নির্দেশ দিয়েছে তা আদৌ কতটা সম্ভব তা নিয়ে সংশয় আছে। কারণ কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ । এসব পরীক্ষা নিতে গেলে ছাত্র ছাত্রীরা অনেক সমস্যার মুখে পরবে। পরীক্ষা বাধ্যতামুলক করলে সমস্যা বাড়বে।

নাম না করে রাজ্যপালের বিরুদ্ধেও খোঁচা দিতে ছাড়েননি বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য এবং কেন্দ্রে নির্বাচিত সরকার আছে । মিলেমিশে কাজ করবে এটাই স্বাভবিক।

নাম না করে রাজ্যপালের বিরুদ্ধেও খোঁচা দিতে ছাড়েননি বাংলার মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য এবং কেন্দ্রে নির্বাচিত সরকার আছে । মিলেমিশে কাজ করবে এটাই স্বাভবিক। মমতা বলেন, রাজ্যে ৮১ টি ল্যাব আছে তবে আরো প্রয়োজন।১০৬ টি সেফ হাউজ ও তৈরি করা হয়েছে কোভিড -১৯ মোকাবিলায়। রাজ্যে প্লাজমা ব্যাঙ্ক ও কোভিড ক্লাবও তৈরি করা হয়েছে। মমতার বক্তব্যর পর উত্তরপ্রদেশ এর মুখ্যমন্ত্রী এবং শেষে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন।

Share.
Leave A Reply

Exit mobile version