কলকাতা ব্যুরো : দলনেত্রী নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো দেশের কোণঠাসা হচ্ছেন। যেভাবে নেতাজিকে কোণঠাসা করা হয়েছিল সেভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় কে দমিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। শুক্রবার এমন ভাবেই তৃণমূল নেতা এবং বুদ্ধিজীবী বলে পরিচিত ব্রাত্য বসু গর্জে উঠলেন। নির্বাচন এলে তুলনা কোথা থেকে কোথায় চলে যায় তা বিদ্বজ্জনেরা বুঝে উঠতে পারেন না দাবি রাজনৈতিক বিশ্লেষকদের।

ব্রাত্য বাবু নেতাজি প্রসঙ্গ টেনে এনে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতির অবস্থান থেকে বহিরাগত ব্যাখ্যা করেছেন গতকাল। রাজ্যের মুখ্যমন্ত্রী র বিরুদ্ধে বিজেপির আক্রমণের জবাব দিতে গিয়ে তিনি বলেন বিজেপি বহিরাগত শক্তিকে ব্যবহার করছে তৃণমূলকে কোণঠাসা করার জন্য। একুশকে টার্গেট করে বাংলা বিজয়ের ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। স্ট্র্যাটিজি মমতাকে কোণঠাসা করা। সেই প্রসঙ্গেই সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক তুলনা টেনে আনলেন বুদ্ধিজীবী ব্রাত্য বসু। ব্রাত্য বাবুর বক্তব্য ত্রিপুরী কংগ্রেসের পর নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে যা করা হয়েছিল তার পুনরাবৃত্তি ঘটছে বাংলায়।

মমতাকে নেতাজির মতই লড়াই করতে হয়েছে। নেতাজির মতোই মমতা আজাদ হিন্দ ফৌজ নামে তৈরি করেছেন তৃণমূল দল। আর আজ তাকেই কিনা নিয়ন্ত্রণ করতে উত্তর এবং পশ্চিম ভারত থেকে লোক পাঠাচ্ছে বিজেপি ! তিনি বলেন আমাদের মাথার ওপরে অন্য রাজ্য থেকে মুখ্যমন্ত্রী এনে বসানো হবে। অন্য রাজ্য থেকে রাজনৈতিক নেতা এনে বসানো হবে। এক সময় যেভাবে সুভাষচন্দ্র বসুকে কোণঠাসা করে রাজনীতি থেকে সরিয়ে দেয়া হয়েছিল সেভাবেই মমতাকেও সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র তৈরি হচ্ছে।

বিজেপির স্ট্র্যাটিজি কে কটাক্ষ করে তিনি বলেন বাংলার মানুষকে ভিন রাজ্যের মানুষের কাছে হাতজোড় করে থাকতে হবে। প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন গুজরাটের ক্যাবিনেটে কোন বন্দ্যোপাধ্যায় আছেন কিনা। তিনি বলেন মমতার দাক্ষিণ্যে অর্জুন সিং বিধায়ক হয়েছিলেন। আমাদের ক্যাবিনেটে বিভিন্নতা আছে। তাহলে গুজরাটে কেন রায় বা বন্দ্যোপাধ্যায় নেই ? তিনি বলেন আন্দামানের জেলে পচে মরছেন উল্লাসকর দত্ত বারিন ঘোষের মতো হাজার হাজার বাঙালি বিপ্লবী অথচ তাদের নামে কোন সেল আন্দামান জেলে নেই। আছে বিনায়ক সভারকার এর নামে যিনি পাঁচবার মুচলেখা দিয়েছিলেন ইংরেজদের। তিনি জানান বিজেপি এমন একটা দল যারা আদিবাসী নেতার গলায় মালা দিয়ে বলেন বিরসা মুন্ডার গলায় মালা দিলাম। বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গে। অথচ তারাই আবার বলে তারা বাংলা চালাবেন। এমনটা কি হতে পারে প্রশ্ন করেন ব্রাত্য বসু।

Share.
Leave A Reply

Exit mobile version