কলকাতা ব্যুরো: একদিনে ১২ জেলা ১১০ পুজোর উদ্বোধন। উদ্বোধক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ১২ টি জেলার ১১০ টি পুজোর উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভা ঘর থেকে উদ্বোধন শুরু হয়েছিল বুধবার। ওইদিন উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে, মুর্শিদাবাদে পুজোর ভার্চুয়াল সূচনা করেন মুখ্যমন্ত্রী। তারপর এদিন বাকি জেলাগুলোর পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন শঙ্খ বাজিয়ে রাজ্যের কার্যত সব পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন ভার্চুয়াল উদ্বোধন মঞ্চ থেকেই তিনি পাঁচজন হকারকে দু হাজার টাকা করে সহায়তা তুলে দেন পুজোর আগেই কলকাতার ৬৮ হাজার এবং জেলার ৩২ হাজার হকারের হাতে এই পরিমাণ সহায়তা তুলে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এদিন উদ্বোধনের মঞ্চ থেকে তিনি করোনা নিয়ে মানুষকে সতর্ক করেন। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক বলে তিনি আবারও স্মরণ করিয়ে দেন। মানুষের সামান্য জ্বর হলেও ডাক্তার দেখানোর জন্য পরামর্শ দেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version