কলকাতা ব্যুরো: সম্প্রতি একাধিক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড ফেরানোর অভিযোগ উঠছে। এবার তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বললেন, স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে রাফ অ্যান্ড টাফ হবে রাজ্য। জানালেন, যারা এই কার্ড ফেরাবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করতে পারে রাজ্য। এমনকী, বাতিল হতে পারে বেসরকারি হাসপাতালের লাইসেন্সও।

বুধবার নবান্ন সভাঘরে জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। আলোচনা হয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও। তার পরই সাংবাদিক বৈঠক থেকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

মমতার কথায়, অনেক বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না। তবে কী কারণে তারা এই কার্ড নিচ্ছে না, তা তাদের জানাতে হবে। বিষয়টা আমরা দেখছি। এরপরই তিনি জানান, স্বাস্থ্যদপ্তরকে বলা হয়েছে, যারা স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে লাইসেন্সও বাতিল করা হবে। একইসঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে যে সমস্ত পদ ফাঁকা রয়েছে তা দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এছাড়াও রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা মেলে ভিনরাজ্যের হাসপাতালে। দেখা গিয়েছে, অনেকে ভিনরাজ্যে গিয়ে এই কার্ডের সুবিধা নিয়ে চিকিৎসা করিয়েছেন। যা নিয়ে এদিন কিছুটা উষ্মা প্রকাশ করলেন মমতা। বললেন, অনেকে এটা করছে শুনছি। গতবছর এই খাতে রাজ্যের প্রচুর টাকা বেরিয়ে গিয়েছে। কিন্তু আমি বলব, এটা ঠিক না। রাজ্যের টাকা রাজ্যের অর্থনীতিতে এলে ঠিক হত।” এরপরই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর প্রশংসা করে মুখ্যমন্ত্রী জানান, আমাদের রাজ্যে ভালো ভালো হাসপাতাল আছে। কিছু কঠিন রোগ ছাড়া সবকিছুরই চিকিৎসা হয় এখানে। ভিনরাজ্যে না গিয়ে এখানে চিকিৎসা করানো উচিৎ।

অন্যদিকে পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে আমজনতা থেকে শুরু করে গাড়িচালকদের। আয়ের চেয়ে বেশি হচ্ছে ব্যয়। এমন পরিস্থিতিতে তাঁদের মাথাব্যথা বাড়িয়ে বাড়লো টোলট্যাক্সও। ১২ মে অর্থাৎ বৃহস্পতিবার থেকে নয়া হারে গৃহীত হবে টোলট্যাক্স। তবে রাজ্যের সর্বত্র বাড়ছে না টোলট্যাক্স। কিন্তু এই টোলট্যাক্স বৃদ্ধি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও।

এপ্রিল মাস থেকে রাজ্যের সব টোলপ্লাজায় নতুন হারে কর নেওয়া শুরু হয়েছে। একমাত্র খড়গপুর থেকে ঝাড়গ্রামের চিচরা যাওয়ার ৬ নম্বর জাতীয় সড়কের টোলট্যাক্স সেইসময় বাড়ানো হয়নি। এবার বালিভাসা টোলপ্লাজায় বিজ্ঞপ্তি জারি টোলট্যাক্স বৃদ্ধির কথা জানানো হল। বিজ্ঞপ্তি অনুযায়ী, অবাণিজ্যিক ছোট গাড়ির একক যাত্রার ক্ষেত্রে টোলট্যাক্স দিতে হবে ৮০ টাকা। একই দিনে রিটার্ন যাত্রার জন্য দিতে হবে ১২৫ টাকা। মিনিবাস বা হালকা গাড়ির একক যাত্রার জন্য দিতে হবে ১৩৫ টাকা। একই দিনে রিটার্ন যাত্রার জন্য দিতে হবে ২০০ টাকা। বাস-ট্রাকের একক যাত্রার জন্য টোলট্যাক্স দিতে হবে ২৮০ টাকা। রিটার্ন যাত্রার জন্য দিতে হবে ৪১৫ টাকা। স্বাভাবিকভাবেই এই খরচ বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত গাড়িচালকদের।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুধু টোলট্যাক্স কেন, প্রাণদায়ী ওষুধের দাম কয়েকগুণ বেড়েছে। কয়েকদিন আগে আটশো ওষুধের দাম বেড়েছিল। আবার বাড়িয়েছে সেই দাম। পেট্রল-ডিজেল-রান্নার গ্যাসের দাম বাড়ছে। সবই বাড়ছে, শুধু সৌজন্যের দাম কমছে।

Share.
Leave A Reply

Exit mobile version