কলকাতা ব্যুরো: ভার্চুয়াল বৈঠকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোর কাজের পর্যালোচনায় বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২৪ এবং ২৫ আগস্ট নবান্ন সভাঘর থেকে ওই বৈঠক করবেন তিনি। ২৪ আগস্ট অর্থাৎ সোমবারের বৈঠকে উপস্থিত থাকবেন কলকাতা লাগোয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির অফিসাররা। পরদিন অর্থাৎ মঙ্গলবার বৈঠক হবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, ভ্যাংকুরা এবং পুরুলিয়া জেলার প্রশাসনিক আধিকারিকরা।

জানা গিয়েছে, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর প্রকল্পগুলোর পর্যালোচনা হবে ওই বৈঠকে। এরই মধ্যে ২৫ আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস ও দিয়েছে আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে কমলা সতর্কতা। নদীগুলোতে জল বাড়ার পাশাপাশি কলকাতা সহ মফস্বল এলাকগুলোও জলে ভাসার আশঙ্কা রয়েছে। বাস্তবে পরিস্থিতি কোন দিকে গড়ালো, নিশ্চিতভাবেই তা ও খতিয়ে দেখা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version