কলকাতা ব্যুরো: বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক চাপ বাড়াতে কলকাতায় ১০ হাজার কৃষককে নিয়ে মিছিল করার হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হচ্ছে, অন্যদিকে বাংলার কৃষকদের প্রতি কেন্দ্র বঞ্চনা করছে, এমনই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তার অভিযোগ, সম্পূর্ণ রাজনৈতিক কারণেই রাজ্যের কৃষকরা কেন্দ্রের টাকা পাচ্ছেন না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের কৃষকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের সময় পশ্চিমবঙ্গের কৃষকরা রাজ্যের রাজনীতির শিকার হচ্ছেন বলে যে বিবৃতি দিয়েছেন, মুখ্যমন্ত্রী তার কড়া সমালোচনা করেছেন। তিনি পাল্টা বলেন, রাজনৈতিক বিচারের জন্যেই বাংলার এমন অবস্থা। এই কথা দেশের সামনে বলতে কষ্ট হচ্ছে। সব নিয়মকানুন ভেঙে কেন্দ্র সরকার রাজনীতি করছে।
রাজ্যের জন্য তারা কিছুই সাহায্য করেননি বলেও মুখ্যমন্ত্রীর অভিযোগ। রাজ্যের কৃষকরা বঞ্চনার বিরুদ্ধে কেন বিক্ষোভ দেখাচ্ছেন না সেই প্রশ্নও তুলেছেন তিনি। রাজ্যকে সত্যি সাহায্য করতে চাইলে কেন্দ্রের কাছে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার দাবিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের ভূমিকা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে ও অভিযোগ করেন মমতা। এদিন প্রধানমন্ত্রী দেশের নয় কোটি কৃষকের ব্যাংক একাউন্টে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার দ্বিতীয় কিস্তির ১৮ হাজার কোটি টাকা জমা দেন।

Share.
Leave A Reply

Exit mobile version