কলকাতা ব্যুরো: ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গণেশ চতুর্থীর দিন শুক্রবার দুপুর দুটো নাগাদ আলিপুরের সার্ভে বিল্ডিংয়ে আসেন মমতা। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী, মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং প্রয়োজক নিসপাল সিং রানেও। নিসপাল হয়েছেন মমতার প্রস্তাবক।

এমনিতে গত ৫ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন মমতা। তবে বিধায়ক না হওয়ায় সংবিধানের নিয়ম অনুযায়ী, তাঁকে ছ’মাসের মধ্যে নির্বাচন জিতে আসতে হবে। সেই পরিস্থিতিতে উপ-নির্বাচনের জন্য ঝাঁপিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেইমতো আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপ-নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

যদিও আরও একাধিক কেন্দ্র বিধায়কশূন্য থাকলেও সেখানে উপ-নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি। যা নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। তাতে অবশ্য ভ্রূক্ষেপ করেনি তৃণমূল বরং গণেশ পুজোর দিন শুভ সময় দেখে মনোনয়নপত্র জমা দিয়ে এলেন ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share.
Leave A Reply

Exit mobile version