কলকাতা ব্যুরো: দীর্ঘ একযুগ বন্ধ থাকার পর ১৬ সেপ্টেম্বর থেকে ফের চালু হচ্ছে কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা। আপাতত ২৪ অক্টোবর পর্যন্ত এই দুই শহরের মধ্যে বিমান পরিষেবার উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া। বন্দে ভারত মিশনের অঙ্গ হিসেবেই কলকাতা বিমানবন্দর ঠেকে লন্ডনের হিথ্রো বিমান বন্দর পর্যন্ত সপ্তাহে দুদিন বিমান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে ৯ সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে কলকাতা-সুরাট সরাসরি বিমান পরিষেবা ও। সেটিও চলবে সপ্তাহে দুদিন।

২০০৮ সালের সেপ্টেম্বর থেকে এয়ার ইন্ডিয়া কলকাতা থেকে লন্ডনের বিমান পরিষেবা প্রত্যাহার করে নেওয়ার পর, ২০০৯ -র মার্চ থেকে ওই পরিষেবা বন্ধ করে দেয় ব্রিটিশ এয়ারওয়েজ ও। তারপর থেকে কলকাতা থেকে লন্ডনের সরাসরি কোনো বিমান পরিষেবা নেই। এর ফলে শুধুমাত্র যাত্রীদের সমস্যাই নয়, সরাসরি ব্রিটেন সহ ইউরোপীয় দেশগুলিতে বাংলার শাক সব্জি, ফল রপ্তানির ক্ষেত্রেও বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন রপ্তানিকারীরাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দরবার করছেন কলকাতা ও লন্ডনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য।

Share.
Leave A Reply

Exit mobile version