কলকাতা ব্যুরো: সেপ্টেম্বরের ৭, ১১ এবং ১২ তারিখ রাজ্যে পূর্ণ লক ডাউন ঘোষণা করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যাযের সরকার। কিন্তু আনলক-৪ এর যে নির্দেশিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার তাতে স্পষ্টভাবেই বলা হয়েছে, কেন্দ্রের সঙ্গে পরামর্শ না করে কোনো রাজ্যই কন্টেনমেন্ট জোনের বাইরে রাজ্য, জেলা বা স্থানীয় স্তরে লক ডাউন ঘোষণা করতে পারবে না। রাজ্য অবশ্য এই নয়া নির্দেশিকা জারির আগেই ঘোষণা করেছে সেপ্টেম্বরে লক ডাউনের দিন। এখন কেন্দ্রের নয়া নির্দেশিকা জারির পর রাজ্য কি অবস্থান নেয় সেদিকেই স্বভাবত নজর থাকছে।

কেন্দ্রের নির্দেশিকায় থাকছে আরো একটি ধন্দ। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল কলেজগুলোর নিয়মিত পাঠনপাঠন। অথচ ইউ জিসি-র নির্দেশিকা অনুযায়ী, ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে কলেজ, বিশ্ব বিদ্যালয়ের ফাইনাল পরীক্ষাগুলি। সুপ্রিম কোর্ট অবশ্য বলেছে, বাস্তব পরিস্থিতি রাজ্যগুলো পরীক্ষা পিছনোর আবেদন জানাতে পারে ইউ জিসির কাছে। মমতা অবশ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন সেপ্টেম্বরে কোনো পরীক্ষা নেবে না রাজ্য। কেন্দ্রের নয়া নির্দেশিকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঠনপাঠন বন্ধ রাখার কথা বলা হলেও, পরীক্ষা বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি। তবে স্কুল, কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রকারনন্তরে স্বীকার করেই নেওয়া যে এখন স্কুল, কলেজ খোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

১ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে আনলক-৪ পর্ব। একনজরে দেখে নেওয়া যাক এই পর্বে নতুন করে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। কোনগুলোর ওপরেই বা জারি থাকছে বিধিনিষেধ।

অন্তরাজ্য এবং আন্তরাজ্য মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে থাকছে না কোনো বিধিনিষেধ। এর জন্য কোন অনুমোদন কিংবা ই-পারমিটের দরকার নেই।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত কনটেনমেন্ট জোনগুলোতে বহাল থাকবে লক ডাউনের বিধিনিষেধ।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ ও কোচিং ক্লাস।

পাবলিক প্লেসে মদ্যপান, গুটখা কিংবা সিগারেট খাওয়ায় বাধা থাকছে না। তবে পাবলিক প্লেসে থুথু ফেলা যাবেনা।

কেন্দ্রীয় সরকারের সঙ্গে আগাম পরামর্শ না করে কোনো রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলই কন্টেনমেন্ট জোনের বাইরে রাজ্যব্যাপী বা স্থানীয় স্তরে লক ডাউন ঘোষণা করতে পারবে না।

সিনেমা হল, থিয়েটার, সুইমিং পুল, বিনোদন পার্কগুলো সেপ্টেম্বরেও বন্ধ থাকবে। মুক্ত মাঞ্চগুলোকে ছাড় দেওয়া হয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version