কলকাতা ব্যুরো: কয়েকদিন আগেই বার্সালোনার তরফে জানিয়ে দেওয়া হয়েছিল আর্জেন্তাইন তারকা লিওনেল মেসি দুই দশকেরও অধিক সময়ের সম্পর্ক ছিন্ন করে দল ছাড়তে চলেছেন। তবে রবিবারের শেষবেলায় প্রিয় ক্লাবকে বিদায় জানাতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মেসি। সেই সম্মেলনেই তাঁর ইচ্ছার বিরুদ্ধেই যে তাঁকে দল ছাড়তে হচ্ছে, সে কথা স্বীকার করে নিলেন এল এম ১০।

রবিবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, কার্যত বাধ্য হয়েই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর পাশাপাশি ক্লাবের সঙ্গে তাঁর ২১ বছরের সম্পর্ক শেষ হয়ে যায়। নতুন দীর্ঘমেয়াদি চুক্তি অনুসারে, বার্সেলোনা মেসিকে শেষপর্যন্ত দলে ধরে রাখতে পারেনি। পাশাপাশি ইতিমধ্যে একটা গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছিল যে মেসি নাকি তাঁর চুক্তির অঙ্ক ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন কিন্তু এই গুঞ্জন যে একেবারে ভিত্তিহীন সেকথাও আর্জেন্টিনার ফুটবল অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে মেসি জানান, ‘এটা আমার পক্ষে খুবই কঠিন এক পরিস্থিতি, এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। গত বছর আমি দল ছাড়তে চেয়েছিলাম, কিন্তু এই বছর আমি, আমার পরিবার সকলেই চেয়েছিলাম যাতে এখানেই আমি খেলা চালিয়ে যাই। এটাই আমার বাড়ি।’ বার্সেলোনা দলের সকল সতীর্থদের তাঁর এই ঐতিহাসিক যাত্রায় সাহায্য করায় ধন্যবাদ জানিয়েছেন ফুটবলের রাজপুত্র। পাশপাশি বার্সা সমর্থকদের অনুপস্থিতিতে এমনভাবে দল ছাড়তে বাধ্য হওয়ায় সঠিকভাবে বিদায় জানাতে পারছেন না বলে আক্ষেপ ‘এলএম১০’-এর।

তবে বিদায় বেলায় ফিরে আসার অঙ্গীকার আর্জেন্তাইন তারকার। লিও বলেন, ‘আজ আমি বিদায় জানাচ্ছি। ১৩ বছর বয়সী এক বালক হিসাবে আমি এখানে এসেছিলাম এবং আজ ২১ বছর বাদে আমার স্ত্রী এবং তিন কাতালান-আর্জেন্তনীয় সন্তানের সঙ্গে আমি দল ছাড়ছি। আমার কোন সন্দেহ নেই যে কিছু বছর দূরে থাকার পর আবার আমি এখানেই ফিরব, কারণ আমি আমার সন্তানদের কথা দিয়েছি।’ বললেন মেসি।

ইতিপূর্বে শোনা যাচ্ছিল, এই কাতালান ক্লাব নিজেদের ব্যয়ের হিসেব ২০২০-২১ মরশুমের শেষ থেকেই কম করার চেষ্টা করছিল। কিন্তু লা লিগার চুক্তি অনুসারে, ব্যয়ের সর্বোচ্চ সীমার তবুও ক্লাব অতিক্রম করে ফেলছিল। তবে ক্লাবের অধিনায়ক এই পরিস্থিতিতেও নাকি নিজের চুক্তির অঙ্ক আরও বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন। সেখানেই নাকি ক্লাব শেষপর্যন্ত পিছিয়ে আসে।

ছ’বারের ব্যালন ডি’অর জয়ী বার্সেলোনা ফুটবলার হিসেবে শেষ সাংবাদিক বৈঠকে হাপুস নয়নে কেঁদে ফেলেন মেসি। তিনি জানান, ক্লাবের বর্তমান এই পরিস্থিতির কথা মাথায় রেখেই তিনি চুক্তির অঙ্ক ৫০ শতাংশ পর্যন্ত কম করতে চেয়েছিলেন। সেইসঙ্গে ২০২৬ সাল পর্যন্ত তিনি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চেয়েছিলেন।

দেখুন সেই আবেগঘন মুহূর্ত

মেসি এদিন আরও জানান, ‘আমি এই ক্লাবের হয়ে আরও কয়েকটা চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে চেয়েছিলাম। বিশেষ করে লিভারপুল এবং চেলসির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলতে চেয়েছিলাম।’ সঙ্গে তিনি এও যোগ করেছেন, ‘তবে আমার কোনও দুঃখ নেই। সবসময় নিজের সেরাটা উজাড় করে দিয়েছি। তবে আমরা এমন একটা প্রজন্মে রয়েছি যাঁরা আরও বেশি চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে পারে।’

Share.
Leave A Reply

Exit mobile version