Mainak Sharma (portfolio manager and analysts , Anand Rathi Share and Stock Broker limited)call & whatsapp 8759689108

দীর্ঘ সময় ধরে নীচে আসার পর আজ সামান্য পুল ব্যাক শেয়ার বাজারে। বি এস ই sensex ১৩৪৪.৬৩ বেড়ে দাঁড়ায় ৫৪,৩১৮.৪৭ । নিফটি বাড়ে ৪১৭ পয়েন্ট । নিজের প্রতিরোধ ১৬১০০ কে পাড় করে নিফটি এখন ১৬২৫৯.৩০ র অঙ্কে।

সমস্ত সেনসেক্স এবং নিফটি ৫০ স্টক ইতিবাচক ভাবেই শেষ হয়েছে আজ। হিন্দালকো ইন্ডাস্ট্রিজ, টাটা স্টিল, কোল ইন্ডিয়া, জেএসডব্লিউ স্টিল এবং ওএনজিসি শীর্ষ নিফটি লাভকারীদের মধ্যে ছিল।

দৈনিক চার্টে, নিফটি একটি দীর্ঘ বুলিশ ক্যান্ডেল তৈরি করেছে, যা কিছুদিনের মেয়াদে ইতিবাচক। তবে ট্রেন্ড-অনুসরণকারী বিনিয়োগের জন্য, ১৬১৫৯ হবে নির্ণায়ক স্তর, যার উপরে ১৬৩৮০-১৬৪৫০ এ পার্শ্ববতী এলাকায় চলতে পারে সূচক।

অন্যদিকে বজারে যখন সামান্য বুল রান ঠিক তার বিপরীতে যায় ভারতীয় শেয়ার বাজারের সব থেকে বড় আই পি ও অর্থাৎ এলআইসি। আজ সুচকের তালিকায় নাম ওঠার দিনই ৭.৭ শতাংশ নীচে ব্যবসা করে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন। ৯৪৯ বাজার দরে শুরু হলেও ৯ শতাংশ সস্তায় নামে আসে এল আই সির মূল্য, যা হতাশ করে খুচরো বিনিয়োগকারীদের।

এখন পর্যন্ত ভারতীয় প্রাথমিক বাজারের ইতিহাসে সবচেয়ে বড় প্রাথমিক পাবলিক অফারে (আইপিও) তার ৩.৫ শতাংশ অংশীদারি বিক্রি করে সরকার যার ফলে ২১০০০ কোটি টাকা তুলেছে। মেগা আইপিও যেটি ৪ মে শেয়ারে আবেদন করার জন্য খোলা হয়েছিল এবং ৯ই মে বন্ধ হয়েছিল । বিনিয়োগকারী ৪৫০০০ কোটি টাকার বিড পায় এল আই সি৷ ১২ই মে সফল শেয়ারহোল্ডারদের কাছে ৯০২ থেকে ৯৪৯ টাকার প্রাইস ব্যান্ডের শেয়ারগুলি বরাদ্দ করা হয়। তবে আজ বাজার তালিকায় নাম ওঠার সময় এক লাফে ৫০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় বিনিয়োগকারীরা।

ভারতীয় শেয়ার ও অর্থনীতিতে বিগ ব্র্যান্ড এল আই সী । কিন্তু প্রথম থেকেই কমতে থাকে জিএনপি বা গ্রে মার্কেট প্রাইস। ১১ই মে থেকেই গ্রে বাজারের প্রিমিয়াম নেতিবাচক অঞ্চলে প্রবেশ করে। শেয়ার প্রতি ৫ টাকা ছাড়ে ট্রেড করছিল গি এন পি। তারপর থেকে, এটি ইতিবাচক অঞ্চলে ফিরে আসতে সক্ষম হয়নি। প্রকৃতপক্ষে, ৪ মে, সাবস্ক্রিপশনের প্রথম দিনে স্টকটির সর্বোচ্চ প্রিমিয়াম ছিল প্রতি শেয়ার ৮০ টাকা। তারপর থেকে গ্রে মার্কেট প্রিমিয়াম আসতে থাকে নীচের দিকে।

ভারতের সবথেকে বড় বর ঘরেলু বিনিয়োগ সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন । ফলে অংশীদারি নেওয়ার জন্য আবেদন পরে অনেক। প্রথম দিনেই এমন ক্ষতির সম্মুখীন হওয়ার ফলে চিন্তায় পড়ে বিনিয়োগকারীরা। এই অবস্থায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হয়ে এটিকে মধ্য থেকে দীর্ঘমেয়াদে ধরে রাখতে পারেন। সাথে যারা বিনিয়োগ করার কথা ভাবছেন তারা আপাতত বিনিয়োগ না করে বাজারমূল্য আরো নিচে নামার অপেক্ষা করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version