কলকাতা ব্যুরো: হাসপাতালে ভর্তি সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মঙ্গলবার সকালে জানা যায়, কোভিডে আক্রান্ত হয়েছেন এই কিংবদন্তী সংগীত শিল্পী। তাঁকে নিয়ে যাওয়া হয়েছে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে। আপাতত ICU-তে রয়েছেন তিনি।

সংবাদসংস্থা এএনআইকে লতার ভাইঝি রচনা বলেছেন, উনি আপাতত স্থিতিশীল। এই বয়সে করোনা আক্রান্ত হওয়ায় সাবধানতা অবলম্বনের জন্য আইসিইউ-তে রাখা হয়েছে তাঁকে। আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ। দয়াকরে ওঁর জন্য প্রার্থনা করবেন।

লতা মঙ্গেশকরের শেষ হিন্দি সিনেমার প্লে-ব্যাক ছিল যশ চোপড়ার ভীর জারা ছবিতে। মদন মোহনের সুরে গোটা অ্যালবামটাতেই ছিল লতা মঙ্গেশকরের গান। ২০০৪ সালে মুক্তি পায় ছবিটি। ছবিটিতে মুখ্য চরিত্রে ছিলেন শাহরুখ খান ও প্রীতি জিন্টা।

২০০১ সালে ভারতরত্ন পুরষ্কারে সম্মানিত হন লতা মঙ্গেশকর। ৯২ বছর বয়সী এই কিংবদন্তী শিল্পী ভারতরত্ন ছাড়াও পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদা সাহেব ফালকে পুরষ্কার ও একাধিক ন্যাশন্যাল অ্যাওয়ার্ড ও পেয়েছেন তিনি। গত বছর ২৮ সেপ্টেম্বর ৯২ পূর্ণ করেছেন লতা। এমনিতেই লতা বেশ কয়েক বছর ধরে গৃহবন্দি। বাইরে খুব বেশি বেরোন না। তবে নেটমাধ্যমে সক্রিয়। বিভিন্ন বিষয় নিয়ে টুইট করতে দেখা যায় তাঁকে। মনে করা হচ্ছে, তাঁর ঘনিষ্ঠ কোনও ব্যক্তি অথবা পরিচারিকার থেকে সংক্রমিত হয়ে থাকতে পারেন তিনি।

Share.
Leave A Reply

Exit mobile version