কলকাতা ব্যুরো : লাদাখ কাণ্ডের তিন মাস পর চিনা সেনার অনধিকার প্রবেশের তথ্য স্বীকার করলো প্রতিরক্ষা মন্ত্রক। মন্ত্রকের প্রকাশিত ওয়েবসাইটে এ কথা স্বীকার করে নেওয়া হয়। তবে এ কথা স্বীকার করার দুদিনের মধ্যে তা ওই সাইট থেকে উধাও হয়ে গেছে।

৫ মে ২০২০ থেকে প্রকৃত নিয়ন্ত্রন রেখা বিশেষ করে গালওয়ান উপত্যকায় আগ্রাসন বেড়েছে।নালা, কুংরং, গোগরা , পাঙ্গোং ও টাসো লেকের উত্তর দিকে চিনা সেনা অতিক্রম করেছে বলে নতুন তথ্য জানানো হয়। কিন্তু এখন আর সে তথ্য নেই। সাইটে গিয়ে সেই তথ্য খুঁজতে গেলে এখন দেখাচ্ছে URL টি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

Share.
Leave A Reply

Exit mobile version