কলকাতা ব্যুরো: আবার বাঘের আতঙ্ক সুন্দরবনের গ্রামে। কুলতলীর মইপিঠের দেবীপুর গ্রামে বুধবার সকাল থেকে বাঘ ঢুকে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে এ দিন ভোর বেলায় মাঠে কাজ করতে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান বাসিন্দারা। সেই পায়ের ছাপ ফলো করে তারা স্থানীয় একটি ধানক্ষেত পর্যন্ত যান।

তারপরে আর বাঘের পায়ের ছাপ নজরে পড়েনি। তাই বাঘটি ওই বিশাল ধান ক্ষেতের মধ্যে ঢুকে বসে থাকতে পারে বলে আশঙ্কা গ্রামবাসীদের। গ্রামবাসীদের নিয়ে তৈরি বন কমিটির লোকেদের সঙ্গে নিয়ে ওই ধানক্ষেত এলাকায় পাহারাদারি রাখার সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর।

খবর পেয়ে মইপিঠ কোস্টাল থানার পুলিশ ও বন বিভাগের কর্মীরা গ্রামে হাজির হয়েছেন। পায়ের ছাপ দেখে তারাও নিশ্চিত, বাঘ গ্রামে ঢুকেছে। কিন্তু এখন সে কোথায় আছে, সে ব্যাপারে এখনো তারাও নিশ্চিত নন। নদী পেরিয়ে গ্রামে ঢুকলেও এখনো পর্যন্ত কারো কোন ক্ষতি করেনি বাঘটি। আবার তাকে কেউ এদিন বেলা পর্যন্ত চোখেও দেখতে পায়নি। ফলে বাঘটি বেরিয়ে গেল কিনা গ্রাম ছেড়ে জঙ্গলে, তা নিয়েও সন্দিহান বনদপ্তর এর কর্মীরা।

যদিও এখন মাঠে পাকা ধানের ক্ষেতের মধ্যে ঘাপটি মেরে বসে থাকলে তাকে সহজে চেনা যাবে না। তাই বনকর্মীরা আপাতত ওই ধানক্ষেত ঘিরে নজরদারি শুরু করেছে।

Share.
Leave A Reply

Exit mobile version