কলকাতা ব্যুরো: বড়দিনে যেভাবে বিভিন্ন পর্যটন কেন্দ্র ও পার্ক স্ট্রিটের মত রাস্তায় ভিড় হয়েছে, তা দেখে শঙ্কিত হাইকোর্ট। বর্ষশেষ ও নতুন বছর উদযাপনের অজুহাতে কোনভাবেই যাতে এক জায়গায় একসঙ্গে বেশি লোকের ভিড় না হয়, তা সুনিশ্চিত করতে রাজ্য সরকারকে নির্দেশ দিল আদালত। মঙ্গলবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই প্রসঙ্গে আবেদন করেন আইনজীবী। তার পরিপ্রেক্ষিতেই বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ও বিচারপতি কৌশিক চন্দের ডিভিশন বেঞ্চের নির্দেশ, কোনমতেই কোনও একটি নির্দিষ্ট জায়গায় যাতে বাড়তি ভিড় না হয়, তা নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে প্রয়োজনীয় নির্দেশ দিতে হবে পুলিশ ও প্রশাসনকে। প্রয়োজনে এলাকায় ব্যারিকেড করে মানুষকে নিয়ন্ত্রণ করতে হবে।

এর আগে দুর্গাপূজা মণ্ডপ নো এন্ট্রি করে যথেষ্টই করোনা নিয়ন্ত্রণে ইতিবাচক পথ দেখিয়েছিল হাইকোর্ট। এদিন ডিভিশন বেঞ্চ আরো জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এর ডিভিশন বেঞ্চের আগের নির্দেশগুলি বলবৎ করতে হবে। ফলে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে পর্যটন স্থানগুলোতে যে ভিড় হচ্ছে এবার সেই ভিড় কতটা নিয়ন্ত্রণ হয় হাইকোর্টের নির্দেশের পড়ে, সেদিকেই তাকিয়ে রয়েছেন বহু নাগরিক।

Share.
Leave A Reply

Exit mobile version