কলকাতা ব্যুরো: বুধবার রাতভর বৃষ্টিতে ভাসলো শহর কলকাতা। বৃহস্পতিবার সকাল থেকে জলছবি শহরের বিভিন্ন এলাকায়। বেহালা-ঠাকুরপুকুর আগে থেকেই ভাসছিল। সেখানকার পরিস্থিতি আরও খারাপ হয়েছে। বেলেঘাটা, বাইপাস, শার্ট বোস রোড থেকে উত্তর কলকাতার বিভিন্ন এলাকায় রাস্তায় জল দাঁড়িয়ে গিয়ে অবস্থা আরও খারাপ হচ্ছে। যদিও এ দিন লক ডাউন থাকায় রাস্তায় সে ভাবে গাড়ি না বেরোনোর ফলে যানজটে দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন নাগরিকরা।

আজ সকাল ছয়টা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ দেখে নিলে পরিস্থিতি বুঝতে আরও সুবিধা হবে।

আলিপুর 50.5 মিলিমিটার, মানিকতলা 50 মিলিমিটার, বীরপাড়া 44 মিলিমিটার, বেলগাছিয়া 51মিলিমিটার,ধাপা 40 মিলিমিটার, তপসিয়া 82 মিলিমিটার,উল্টোডাঙ্গা 47 মিলিমিটার,পামার বাজার 59, ঠনঠনিয়া 49 মিলিমিটার, বালিগঞ্জ 50 মিলিমিটার, মোমিনপুর 24.5 মিলিমিটার, চেতলা 29 মিলিমিটার, কালীঘাট 32.80 মিলিমিটার, কামডহরি (গড়িয়া) 70 মিলিমিটার, দত্তবাগান 32 মিলিমিটার, জিনজিরা বাজার 20 মিলিমিটার, বেহালা 20. 40 মিলিমিটার।

Share.
Leave A Reply

Exit mobile version