কলকাতা ব্যুরো: নিষেধাজ্ঞা জারি হয়েছিল আগেই। এবার তার মেয়াদ আরও বাড়লো। ৩১ জুলাই পর্যন্ত কলকাতায় নামবে না দেশের ছয় বড় শহর থেকে কোনো বিমান। এই তালিকায় রয়েছে দিল্লি , মুম্বাই, চেন্নাই, পুনে, নাগপুর এবং আহমেদাবাদ।
৬ জুলাই একটি বিজ্ঞপ্তি জারি করে বিমান মন্ত্রক জানিয়েছিল, আগামী ১৪ দিন কলকাতা থেকে ওই শহর গুলিতে কোনও বিমান চলাচল করবে না। সেই হিসেবে ২০ জুলাই পর্যন্ত ছিলো ওই নিষেধাজ্ঞার মেয়াদ। কিন্তু শুক্রবারই রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা বিমান সচিব প্রদীপ খারোলা কে একটি চিঠি লিখে জানান, এখন এ রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। এই অবস্থায় ওই শহরগুলি থেকে নিয়মিত যাত্রীরা এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। রাজ্যের আবেদনের ভিত্তিতেই কলকাতা থেকে উড়ান বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিমান মন্ত্রক।

Share.
Leave A Reply

Exit mobile version