কলকাতা ব্যুরো: আরসিবি ম্যাচে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। পাঞ্জাবের বিরুদ্ধে আদৌ তিনি মাঠে নামতে পারবেন কিনা সেই নিয়েই তৈরি হয়েছিল ধোঁয়াশা। কিন্তু মারকাটারি ব্যাটিং করে ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল বুঝিয়ে দিলেন তিনি ঠিক কতখানি ফিট। একেবারে চোট খাওয়া বাঘের মতোই গর্জে উঠলেন রাসেল। আর সেই সুবাদে একপেশে ম্যাচে পাঞ্জাবকে উড়িয়ে দিয়ে কোহলিদের কাছে হারের যন্ত্রণা কিছুটা হলেও ভুললো কেকেআর শিবির। শুক্রবার সত্যিই প্লে-অফে যাওয়ার মতোই পারফর্ম করল কিং খানের দল।

এদিন বল হাতে আগুন ঝড়ালেন নাইটদের দুই পেসার উমেশ যাদব ও টিম সাউদি। শুরুতেই ১ রানে অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ধাক্কা দেন পাঞ্জাবের টপ অর্ডারে। শিখর ধাওয়ান (১৬), লিভিংস্টোন (১৯), রাজ বাওয়া (১১) থেকে ভাল ছন্দে থাকা শাখরুখ খানরা (০) টিকতেই পারলেন না। তবে ভানুকার ৩১ ও রাবাডার ২৫ রানের দৌলতে স্কোরবোর্ডে ওঠে ১৩৭। একাই চারটে উইকেট তুলে নেন উমেশ। সাউদি পান ২টি। আট বল বাকি থাকতেই আকাশদীপকে রান আউট করে খেলা শেষ করে দেন রাসেল। তার আগে তুলে নেন রাবাডার উইকেটটিও।

পালটা কেকেআরের ব্যাটিং অর্ডারে ধস নামানোর চেষ্টা করেও অবশ্য ব্যর্থই হলেন মায়াঙ্করা। রাবাডার দলে অন্তর্ভূতি প্রীতির পাঞ্জাবে এনেছিল অতিরিক্ত অক্সিজেন। কিন্তু তিনি পাঞ্জাব সমর্থকদের স্বপ্নপূরণ করতে পারলেন না। রাহুল চাহার, আকাশদীপদের সব চেষ্টা ব্যর্থ করে শুক্র-রাতের ওয়াংখেড়েতে উঠল রাসেল ঝড়। আর তাতেই তছনছ পাঞ্জাব। জয়ের সরণিতে ফিরে তিন ম্যাচে ৪ পয়েন্টের মালিক হয়ে গেল কেকেআর। দলের দুরন্ত জয়ের পরই রাসেল, শ্রেয়স, উমেশদের প্রশংসায় ভরিয়ে দিলেন মালিক শাহরুখ খান।

এদিন টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমেছিল প্রীতির দল। উমেশ যাদব-টিম সাউদিদের দাপটে নির্ধারিত ২০ ওভার খেলতেই পারেনি পঞ্জাব। ১৮.২ ওভারে ১৩৭ রানে গিয়ে অল আউট হয়ে যায় পঞ্জাব। এদিনের ম্যাচে জিতে পয়েন্ট টেবলের এক নম্বরে উঠে এলেন শ্রেয়সরা। নাইটদের পরের ম্যাচ রয়েছে ৬ এপ্রিল। সেই ম্যাচে প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স।

Share.
Leave A Reply

Exit mobile version