কলকাতা ব্যুরো : কেরালা সরকার থেকে আজ পিছিয়ে পড়া এস সি, এস টি ছাত্র – ছাত্রীদের জন্য ২ লক্ষ টাকার অনুদান দিয়ে তাদের বাড়ির কাছে কমিউনিটি স্টাডি রুমের উদ্বোধন করলেন। কেরালা সরকার থেকে জানানো হয় ১২,২৫০ টি এই ধরনের স্টাডি রুম রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে। আজ কমিউনিটি স্টাডি রুম উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বিজায়ান এই কথা জানান। সব কটি স্টাডি রুম তৈরি করা শেষ হলে সেখানে বই পত্র এবং কম্পিউটার আসবে। পিছিয়ে পড়া ছাত্র ছাত্রীরা বেশিরভাগ একটাই ঘরে তাদের পরিবারের সঙ্গে বসবাস করে থাকে। ফলে পড়াশুনা করতে তাদের অসুবিধা হয়। তাই তাদের অসুবিধার কথা ভেবে এই উদ্যোগ কেরালা সরকারের।

এ ছাড়াও এই বছরের মধ্যে ৩,৭৫০ টি এই ধরনের স্টাডি রুম তৈরি করা হবে বলে জানা গেছে। এটা সারা দেশের পক্ষে একটা মডেল প্রজেক্ট হতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদরা। ২০২১ সালের মধ্যে এই ধরনের ৮৫০০ টি স্টাডি রুম করার পরিকল্পনা রয়েছে সরকারের। জানা যাচ্ছে এই সব স্টাডি রুমে ছেলে মেয়েদের পড়াশোনার জন্য রাজ্য সরকার থেকে শিক্ষক শিক্ষিকা ও নিয়োগ করা হবে।

Share.
Leave A Reply

Exit mobile version