মৈনাক শর্মা

জি -২০ তৈরি হয় ১৯৯৯ সালে যারা প্রতি বছর একটি সম্মেলন আয়োজন করে।এবছরের ১৫ তম সম্মেলনটি অনুষ্ঠিত হবে সৌদি আরবের রাজধানী রিয়াধে। এই সম্মেলনের আনন্দে সৌদি আরব একটি বিশ্ব মানচিত্র নিয়ে ছাপানো ২০ রিয়ালের (ভারতীয় টাকায় প্রায় ৪০০) নোট প্রকাশিত করে। ব্যাপারটা যাচ্ছিলো ঠিকই কিন্তু সমস্যার কারণ হয় এই বিশ্ব মানচিত্রে ভারতের মানচিত্র থেকে বাদ পরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এলাকা। শুধু বাদই নয় লাদাখ এলাকাকে চিনের ও কাশ্মীর এলাকাকে পাকিস্তানের দেখানো হয় যা নিয়ে কৌতূহল শুরু হয় বিশ্ব রাজনীতিতে। যথারীতি দিল্লি এই ব্যাপারে আপত্তি জানিয়েছে সৌদি আরবকে।

জি ২০ বা গ্রুপ অফ টুয়েন্টি তে প্রভাবশালী দেশ গুলির মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, আমেরিকা, ব্রিটেন, সৌদি আরব, চিন,ইতালি, রাশিয়া, ফ্রান্স ও তুরস্ক . এদের মধ্যে বেশ কিছু দিল্লির মিত্র দেশ যার মধ্যে সৌদি আরব ও অন্যতম।এই বিতর্কিত মানচিত্র প্রকাশের ব্যাপারে প্রশ্ন থাকছে বিশ্ব মহলে। আবার অনেক বিশ্ব রাজনীতির বিশ্লেষকরা এব্যাপারে কেউ চিন আবার কেউ তুর্কিকেও দুষছে কারণ দুজনেই পাকিস্থানের ঘনিষ্ঠ।

ভারতের মানচিত্র বিবাদ এর আগেও লক্ষ করা যায়. সম্প্রতি নেপাল ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড় ও কালাপানি অঞ্চলকে নিজের মানচিত্রে দেখিয়ে দাবি জানায়। তাছাড়া সম্প্রতি গিলগিট এলাকাকে নিজের দাবি করে সেই অঞ্চলকে প্রান্তে পরিণত করার চেষ্টা করে পাকিস্তান ও তার পরেই ডেঞ্চকে ভারত ও চিনের মুখোমুখি সংঘাত এবং বর্তমানে ১৫ তম জি ২০ সম্মেলনে ভারতের মানচিত্র বিবাদ খুব অপ্রত্যাশিত নয়। দিল্লি কত দিন এই মানচিত্র বিতর্ক সহ্য করবে প্রশ্ন উঠছে বিশ্ব মহলে।

করোনার জন্য চিনের প্রতি প্রচুর ক্ষোভ রয়েছে গোটা দুনিয়ার। তাছাড়া হংকং এ বেজিংয়ের নীতির সমালোচনা হচ্ছে সর্বত্র। এই সময়কে কাজে লাগিয়ে দিল্লিকে বিশ্বর কাছে নিজের পরিপূর্ণ মানচিত্র গ্রহণের কূটনৈতিক পরিকল্পনা করতে হবে। ২০২০ র মতো ২০২১-র ১৬ তম ইতালির জি ২০ সম্মেলনে একই পুনরাবৃত্তি যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও আকসাই চিনকে নিজের মানচিত্রের অংশে পরিণত করতে দিল্লির মিত্র দেশ বিশেষ করে আমেরিকা, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জাপানের মতো প্রভাবশালী দেশগুলিকে আলোচনার মাধ্যমে রাজি করতে হবে . ২০২২-র জি ২০ র নয়া দিল্লি সম্মেলনে ভারতকে ওয়ান ইন্ডিয়া পলিসিকে সুকল্পিত ও বিবেচিত ভাবে প্রকাশ করতে হবে।

Share.
Leave A Reply

Exit mobile version